সিরীয় শরণার্থী ও তাঁর ১১ মাস বয়সী পুত্রের উপর অ্যাসিড হামলার অভিযোগ দিল্লিতে
Acid attack on Syrian refugee and her 11-month-old son in Delhi

Truth Of Bengal: পশ্চিম দিল্লিতে এক সিরীয় শরণার্থী ও তাঁর ১১ মাস বয়সী পুত্রের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে। রাফাত নামের ওই ব্যক্তি ও তাঁর পুত্রকে সফদরজঙের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সোমবার এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।
পুলিশের মতে, ঘটনাটি ৩০ সেপ্টেম্বরের। বিকাশপুরীতে রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তুদের হাই কমিশনারের (ইউএনএইচসিআর) দফতরের বাইরে গত কয়েক দিন ধরে অবস্থান করছিলেন রাফাত, তাঁর স্ত্রী মারিসা এবং তাঁদের শিশুপুত্র। রাফাত বলেছেন, তিনি একটি কল সেন্টারে কাজ করতেন এবং সম্প্রতি চাকরি হারিয়েছেন। তাঁর ভাষ্য, ‘‘রাষ্ট্রপুঞ্জের আধিকারিকের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি সাহায্য করতে অস্বীকার করেন। তারপর বাধ্য হয়ে দফতরের বাইরে থাকতে শুরু করি।’’ সেখানেই অ্যাসিড হামলার ঘটনা ঘটে।
রাফাত একটি সংবাদমাধ্যমকে জানান, তিনি রাস্তায় তাঁর শিশুপুত্রকে নিয়ে দাঁড়িয়েছিলেন যখন হঠাৎ কয়েকজন ক্যান হাতে তাঁদের দিকে ছুটে আসে। তিনি বলেন, বিপদ টের পেয়ে তিনি পুত্রকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করেন, কিন্তু পালাতে পারেননি। তাঁর ভাষায়, ‘‘আমি দৌড়ানোর চেষ্টা করেও বেশি দূর যেতে পারিনি। তারা আমার ও আমার ছেলের উপর কিছু ছুঁড়ে মারে। ত্বকে জ্বালা অনুভব করি এবং একটা অদ্ভুত গন্ধ পাই।’’ রাফাত আরও বলেন, তাঁকে ও তাঁর পুত্রকে হাসপাতালে নিয়ে যেতে অনেক অটো চালককে অনুরোধ করা হলেও কেউ সাড়া দেয়নি। শেষে এক ব্যক্তি তাঁদের বাইকে করে হাসপাতালে নিয়ে যান। রাফাতের স্ত্রী মারিসা জানান, তাঁর শিশুপুত্রের চোখ, গলা এবং বুকের অংশ অ্যাসিডে পুড়ে গিয়েছে। তিনি বলেন, ‘‘সেই মুহূর্তে মনে হয়েছিল আমার সন্তানকে হারিয়ে ফেলব। কীভাবে কেউ একটি শিশুর সাথে এমন আচরণ করতে পারে?’’ আক্রান্তের পরিবারের সাথে একটি স্বেচ্ছাসেবী সংস্থা যোগাযোগ করেছে।