রাজনীতির দঙ্গলেও বাজিমাত, ৬ হাজার ভোটে জয়ী বিনেশ ফোগাট
Binesh Phogat who won by 6000 votes is also in the political turmoil

Truth Of Bengal: প্রারম্ভিক গণনায় এগিয়ে থাকলেও বেলা গড়ানোর আগেই পিছিয়ে পড়েন। হরিয়ানার জুলানা কেন্দ্রে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে প্রায় হাজার ভোটে পিছিয়ে ছিলেন। তবে নবম রাউন্ডে খেলা পাল্টে যায়, এবং চার হাজার ভোটে এগিয়ে যান কংগ্রেসের বিনেশ ফোগাট। পঞ্চদশ রাউন্ড পর্যন্ত তার অবস্থান অপরিবর্তিত থাকে, এবং বিজেপিকে হারিয়ে জুলানায় শেষ হাসি হাসেন বিনেশ।
বিজেপির সাথে ভিনেশের দীর্ঘদিনের বিরোধ ছিল। কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় দিল্লির রাজপথে মার খেয়েছিলেন ভিনেশ। এমনকি কুস্তি ফেডারেশনের জন্য অলিম্পিকে নিজের বিভাগে লড়াই করতে পারেননি দেশের অন্যতম সেরা মহিলা কুস্তিগির। ওজন কমিয়ে লড়াই করতে হয়েছিল, যার ফলে ফাইনালে ওজন বেড়ে যাওয়ায় জেতা পদক হারাতে হয়েছে।
হরিয়ানার জিন্দ জেলার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে এবার কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন কুস্তিগির বিনেশ ফোগাট। প্রতিপক্ষ হলেন সেনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবং বিজেপির যোগেশ কুমার বৈরাগী। গণনা শুরুর প্রাথমিক পর্যায়ে যোগেশ এগিয়ে থাকলেও, শীঘ্রই তাঁকে ছাপিয়ে এগিয়ে যান বিনেশ। প্রথম এক ঘণ্টা শেষেও এগিয়ে ছিলেন বিনেশ। তবে তৃতীয় রাউন্ডে আচমকা পিছিয়ে পড়েন বিনেশ, এবং যোগেশ এগিয়ে যান। পঞ্চম রাউন্ডের শেষে বিনেশ ব্যবধান কমান, সপ্তম রাউন্ডে ৩৮ ভোটে এগিয়ে যান, এবং একাদশ রাউন্ডের শেষে প্রায় ছয় হাজার ভোটে এগিয়ে যান। চতুর্দশ রাউন্ডের শেষে পাঁচ হাজারের ব্যবধান ধরে রাখেন। জুলানায় কংগ্রেসের মান রাখতে পারবেন কি না তা নিয়ে জল্পনা ছিল, কিন্তু শেষমেশ ছ’হাজার ভোটে জয় পান বিনেশ।
মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হলে ৩০০ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন ভিনেশ। পরের রাউন্ডে ধরাশায়ী হন, এবং লিড বিজেপি প্রার্থীর কাছে চলে যায়। তবে বেলা বাড়তে ফের কামব্যাক করেন ভিনেশ, এবং আর ফিরে তাকাতে হয়নি। ৬০১৫ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিধায়ক হন।