রাজ্যের খবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবক, জেলা হাসপাতালের পুলিশ মর্গে এল দেহ

The body of the young man who died due to electrocution came to the police morgue of the district hospital

Truth Of Bengal : বসিরহাট : মন্টু সাহাজী : বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম, নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের চিতুরী গ্রামে, আজ মঙ্গলবার সকালে নিজের বাড়িতে কারেন্টের কাজ করছিল বছর ২৮ এর যুবক মাধব মন্ডল। সেই সময় ইলেক্ট্রিকের শর্ট সার্কিট থেকে বিদ্যুৎপৃষ্ট হয়। এরপর পরিবারের লোকজন ওই যুবককে শাড়াপুল গ্রামীণ হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসকেরা ওই বছর আটাশের যুবক মাধব মণ্ডল কে মৃত বলে ঘোষণা করে।

এরপর খবর দেওয়া হয় স্বরূপনগর থানায় পুলিশকে।ঘটনাস্থলে স্বরূপনগর থানা পুলিশ এসে দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতাল পুলিশ মর্গে পাঠিয়েছে। ইলেকট্রিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত,নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

Related Articles