পুজো ঘিরে উন্মাদনা শিমুরালিতে, বাড়তি পাওনা মুখ্যমন্ত্রীর হাতে ভার্চুয়ালি উদ্বোধন
The frenzy surrounding the puja is in Shimurali, the additional dues are virtually inaugurated by the chief minister

Truth Of Bengal : কল্যাণী : দেবীপক্ষের সূচনার মধ্যে দিয়ে রাজ্যের বিভিন্ন জেলার দুর্গাপুজোর সঙ্গে নদিয়া জেলার ১৫ টি বারোয়ারি দুর্গা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলার ১৫ টি দুর্গা পুজোর মধ্যে অন্যতম কল্যাণী আই টি আই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো, কল্যাণী রথতলা সর্বজনীন দুর্গাপুজো এবং চাকদার সংহতি সংঘের দুর্গাপুজোর উদ্বোধন। চাঁদুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদুড়িয়া বারোয়িরী কালিতলা পুজো কমিটির দুর্গা পুজো এবারে ৭৯ বছরে পড়ল।আগে মহা সমারোহে খুঁটিপুজো হয়েছিল।
এখনো পুজো মন্ডপে প্রতিমা আসেনি। মন্ডপসজ্জা হয়ে গেছে। এলাকার সাধারণ মানুষ সকাল থেকেই কাজে নামেন এলাকা পরিষ্কার করার জন্য। পুজোর কটা দিন এলাকার মানুষ আনন্দে কাটান। অষ্টমীর দিন বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধুনুচি নাচ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মোমবাতি জ্বালানো হয়। এলাকার সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয় পুজো কমিটির পক্ষ থেকে। চাঁদুড়িয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহ ঠাকুরতা জানান, চাঁদুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত চাঁদুড়িয়া বারোয়ারি কালিতলা পুজো কমিটির ভার্চুয়াল উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা শোনার পরই এলাকায় সাজো সাজো রব।
চাঁদুড়িয়া এবং শিমুরালি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ির পুজো নিয়ে কম-বেশি চল্লিশটার মত পুজো হয়। তার মধ্যে উল্লেখযোগ্য শিমুরালি তেমাথা, মাতৃমন্দির, শিমুরালি সর্বজনীন, মিলন সংঘ, শিমুরালি কালীতলা, শান্তিপল্লী, বিবেকানন্দ পার্ক উল্লেখযোগ্য। এছাড়াও চাঁদুড়িয়া জিপিতে ঘোষপাড়া উপেন্দ্র বিদ্যাভবন বয়েজ, বাদামতলায় অনেক পুজো হয়। সবচেয়ে প্রাচীন পুজো বুড়িমা তলা। মনসাপোঁতায় অবস্থিত এখানে অষ্টমীর দিন প্রচুর পরিমাণে দর্শকের সমাগম হয় অঞ্জলি দেওয়ার জন্য। এখানকার আরেকটি অন্যতম প্রাচীন দুর্গাপূজো মাতৃ মন্দিরের অনুষ্ঠিত হয়। এই পুজোয় থাকে সাবেকির ছোঁয়া। নজরকাড়ে কৃষ্ণনগরের প্রতিমা।
এবারে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। চাঁদুরিয়া জিপির শাসক দলের দলনেতা সংগ্রাম গুহঠাকুরতা এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে শিমুরালি অঞ্চলের আপামর জনগণকে এই আসার জন্য আমন্ত্রণ জানান। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চাকদহ ব্লক আধিকারিক, চাকদহ থানার আইসি, চাঁদুড়িয়া ১নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা রায়, ২০ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি প্রদীপ হালদার সহ বিশিষ্টজনেরা।