জামশেদপুর জয়ই সব বদলে দেবে, আশাবাদী বিনো জর্জ
Jamshedpur victory will change everything, optimistic Bino George

Truth Of Bengal : আইএসএলের শুরুতেই পরপর ৩ ম্যাচে হার কোচ কার্লস কুয়াদ্রাতের বিদায়। সবমিলিয়ে বেশ চাপে ইস্টবেঙ্গল। এই অবস্থায় শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে জামশেদপুরের মাঠে নামছে টিম লাল-হলুদ। এই ম্যাচে কোচিং করাবেন দলের সহকারী কোচ বিনো জর্জ। জেতাতে পারলেই বিনো কিন্তু সমর্থকদের নয়নের মণি হয়ে যাবেন। ডেঙ্গি সেরে উঠে দলে ফিরেছেন ক্রেসপো। এদিন বিনো জর্জ বললেন, আমার প্লেয়ারদের উপর আস্থা রয়েছে। ওরা পরিশ্রম করছে। শেষ তিনটে ম্যাচে আমরা রেজাল্ট পাইনি। আমরা কিছু ভুল করেছি। তবে আমি জানি ছেলেদের প্রত্যাবর্তন করার ক্ষমতা আছে। এরই নাম ইস্টবেঙ্গল। সবাই নিজেদের দায়িত্ব বোঝে। দলের ফাউন্ডেশন গড়ে দেওয়ার জন্য আমি কোচ কার্লেসকে সম্মান করি। আইএসএলে একটা জয় দলকে ছন্দে ফেরাবে। আমার কাজ ছেলেদের মোটিভেট করা, সেরাটা বের করে আনা। একটা মাত্র জয় দরকার। একটা জয়ই সব বদলে দেবে। আশা করছি জামশেদপুর ম্যাচেই আমরা জয়ে ফিরব।
আইএসএলে বহু বছর পরে ডাগআউটে দুই ভারতীয় কোচ মুখোমুখি। ইস্টবেঙ্গলের বিনো আর জামশেদপুরের কোচ খালিদ জামিল। বিনো বললেন, খুব বড়ো মাপের কোচ খালিদ। অনেক সাফল্য পেয়েছে। লড়াই ওর বিরুদ্ধে মোটেও সহজ হবে না। আর তাছাড়া জামশেদপুর বেশ ভাল দল।