বিয়ে সারলেন ক্রিকেটার রশিদ খান, একইসঙ্গে ছাদনাতলায় আরও তিন ভাই
Cricketer Rashid Khan got married, at the same time three more brothers were married

Truth Of Bengal: বিয়ে করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। ২৬ বছর বয়সি লেগ স্পিনার বৃহস্পতিবার রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সারেন।
The weeding ceremony of the king 👑 @rashidkhan_19’ his brother & his two nephews underway in Kabul imperial hotel 🏨 #rashidkhanweeding pic.twitter.com/0f3IVhZHJ0
— M.Ibrahim Momand (@IbrahimReporter) October 3, 2024
চার বছর আগে রশিদ খান বলেছিলেন, আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়ে করবেন না। আফগানিস্তানের বিশ্বকাপ জয় এখনও অধরা, কিন্তু বৃহস্পতিবার বিয়ে করে ফেললেন রশিদ। একই দিনে বিয়ে হল তাঁর তিন ভাইয়েরও। তবে তিনি একা নন, একসঙ্গে বিয়ে করেছেন তার আরও তিন ভাই। তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান বিয়ে সারেন একসঙ্গে।
চার ভাইকে এক রকমের পোশাক পরে বিয়ে করতে দেখা যায়। সতীর্থদের সঙ্গে ছবিও তোলেন রশিদ। হোটেলের বাইরে বাজি পোরানো হয়। বিভিন্ন জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন রশিদ। বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর জাতীয় দলের সতীর্থ ও বোর্ডের কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন, মহম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান-সহ আরও অনেকে।
রশিদ খানের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর সতীর্থরা। মহম্মদ নবী লিখেছেন, তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভাল ও সমৃদ্ধ হোক। আরেক সতীর্থ ওমরজাই লিখেন, বিয়ে করার জন্য জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে অভিনন্দন। আল্লাহর রহমতে তাংর সুখী জীবন কামনা করছি।