দেশ

বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, শুরু গোলাগুলি, পুলিশের দাবি আতশবাজির শব্দ

Clashes between two student groups in the university, firing started, police claimed the sound of firecrackers

Truth Of Bengal : প্রেমনগরের বিধৌলিতে ফের গুলি চালানোর ঘটনা। যানবাহনের মুখোমুখি সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। গোলাগুলির খবর পেয়ে পুলিশ তাৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা পৌঁছে বড় ধরনের ঘটনা ঘটতে বাধা দেয়। তবে পুলিশ সুত্রে খবর, ছাত্রদের মধ্যে কোনো গুলিবর্ষণ হয়নি, কেউ বাজি ফাটিয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে বিধৌলির পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে সাই মন্দিরের কাছে। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে দুই ছাত্রদলে মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ তাদের পরিচিত ছাত্রদের সেখানে ডেকে আনে। এরপর তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।

সূত্রের খবর, বিবাদের সময় এক ছাত্র সেখানে গুলিও করে। খবর পেয়ে পুলিশ এসে উভয় পক্ষকে থামায়। পুলিশ ঘটনাস্থলেই পাহারা দেয় যাতে ফের কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে। পুলিশ স্টেশনের প্রধান প্রেমনগর গিরিশ নেগি জানান, গাড়ির সংঘর্ষের কারণে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে গুলি চালানোর কোনো খবর নেই। তদন্তের সময় কেউ একজন আতশবাজি ছুড়েছে, যার জেরে এই গুজব ছড়িয়েছে।

প্রসঙ্গত, বিধৌলী এলাকায় মারামারি ও গোলাগুলির ঘটনা আজকেই প্রথম নয়। এর আগেও একাধিকবার ছাত্র-ছাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বোশ কিছুদিন আগে বিধৌলীতে গ্রামের প্রধানকে গুলি করে হত্যার ঘটনা প্রকাশ্যে আসে। দীর্ঘ এই বিরোধের পর পুলিশ অনেক আসামিকে গ্রেফতারও করেন।