রাজ্যের খবর

ডাকাতির ছক বানচাল করল পুলিশ! আদালতে তোলা হল ৫ দুষ্কৃতীকে

The police foiled the robbery! 5 criminals were brought to court

Truth Of Bengal: বসিরহাট, মন্টু সাহাজী: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করেছে। গোপন সংবাদ এর সূত্র ধরে স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদার জানতে পারে হঠাৎগঞ্জ শ্মশান এলাকায় কয়েকজন দুষ্কৃতী ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানা পুলিশ। অন্যরা পালিয়ে গেলেও পাচু পাল যার বাড়ির ধোকড়া এলাকায় অন্যজন সনাতন মন্ডল তার বাড়ি বাঁকড়া এলাকায়| পুলিশ তাদের গ্রেপ্তার করে উদ্ধার করে লোহার রডসহ একাধিক সরঞ্জাম।

অন্যদিকে রামপদ সরকার যার বাড়ি নদিয়া জেলায় সে অবৈধভাবে বাংলাদেশ থেকে আসার সময় হাকিমপুর বিএসএফের জওয়ানরা তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়| তরুণ দাস নামে এক গাড়ির ড্রাইভার কয়েকদিন আগে রাস্তা দুর্ঘটনা কারনে ঘটনাস্থলে এক বৃদ্ধার মৃত্যু হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ থাকে গতকাল রাত্রে তেতুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে তার বাড়ি গোবরডাঙ্গায় Iআজ একই সাথে অভিযুক্তদের বসিরহাট মহকুমার আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ|

 

Related Articles