আন্তর্জাতিক

লেবাননে ঢুকল ইজরায়েলি ফৌজ, নিশানায় ইরানের শীর্ষনেতা আয়াতুল্লা খামেইনি

Israeli forces enter Lebanon, targeting Iran's supreme leader Ayatollah Khamenei

Truth Of Bengal: Saif Khan: গত কয়েক দিন ধরে ইজরায়েলি বাহিনী লেবাননে হেজবোল্লার উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছেন। শনিবারের এক হামলায় নাসরাল্লাহ নিহত হন। আইডিএফ এখন পূর্ণ শক্তি নিয়ে লেবাননে ঝাঁপিয়ে পড়েছে। বুধবার, তারা জানায় যে অভিযানের সময় ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতজাক ওস্টার মারা গেছেন। অন্যদিকে, আল জাজিরা জানাচ্ছে, দক্ষিণ লেবাননের লড়াইয়ে ৭ জন ইজরায়েলি সৈনিক প্রাণ হারিয়েছেন।

লেবাননের পাশাপাশি গাজাতেও ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের ঘাঁটিগুলোতে বোমাবর্ষণ করা হচ্ছে। সম্প্রতি গাজায় ইজরায়েলের হামলায় ২২ জন মারা গেছেন। এখন তেল আভিভ তিনটি ফ্রন্টে লড়াই করছে: গাজায় হামাস, লেবাননে হেজবোল্লা, এবং ইরানের সাথেও। নাসরাল্লাহর মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান ইজরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে, প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে, যার মধ্যে মোসাদের সদর দপ্তরও লক্ষ্য ছিল। তবে ইজরায়েলের গুপ্তচর সংস্থা সবেমাত্র বেঁচে গেছে। এর পরিপ্রেক্ষিতে, তেল আভিভ পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে, ইরানের আয়াতুল্লা আলি খামেইনির নাম তাদের লক্ষ্যভূক্তি তালিকায় রয়েছে।

ইজরায়েল প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আয়াতোল্লাকে লক্ষ্য করা হবে। ইরান ফৌজ মঙ্গলবার রাতে তেল আভিভ-সহ ইজরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাতা-২’ ব্যবহার করা হয়েছে।

এই পরিস্থিতিতে, ইরানের সুপ্রিম লিডার খামেইনি গোপন আস্তানায় লুকিয়ে রয়েছেন। ভারতের ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বলেছেন, ইরানের সুপ্রিম লিডার যদি ইজরায়েলের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ ঘোষণা করেন, তাহলে তা বড় ভুল হবে। ইজরায়েল কৌশলগতভাবে ইরানের মিসাইল হামলার জবাব দেবে, তবে তা যুদ্ধ নয়। তারা মনে করেন না কেউ যুদ্ধ চাইবে। তবে অন্য কোন দেশ যদি ইরানকে সাহায্য করে তবে তাদের ওপর আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে।

Related Articles