তৃণমূল মহিলা কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি
Trinamool Mahila Congress's human chain program

Truth Of Bengal: তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে রাজ্যজুড়ে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ময়নাগুড়িতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল মহিলা কলেজের কর্মী সমর্থকরা ময়নাগুড়ি দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। এরপর সেখান থেকে নির্দিষ্ট সময় মানববন্ধন কর্মসূচি শুরু হয়।
আর জি করের ঘটনা নিয়ে রাজ্য উত্তাল। আর সেই ঘটনায় সিবিআই যাতে দ্রুত দোষীদেরকে চিহ্নিত করে ফাঁসির সাজা শোনায় সেই দাবিতেই এদিনের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নারী সুরক্ষায় যথেষ্ট তৎপর সেই দাবিও তুলে ধরেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা। মহিলা তৃণমূল নেতৃত্বের দাবি কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার সহ একাধিক প্রকল্প মহিলাদের নিরাপত্তায় সহায়তা করছে। মহিলাদের স্বনির্ভর করতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেও একাধিক সুবিধা প্রদান করা হচ্ছে। তাই মহিলারা মমতা ব্যানার্জির নেতৃত্বেই বেশি সুরক্ষিত। যে কারণে মহিলারা তৃণমূল এবং মমতা ব্যানার্জির পাশে থাকবেন বলেই দাবি তৃণমূল মহিলা নেতৃত্বের।
এবিষয়ে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম বলেন,”রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে মানববন্ধন কর্মসূচি রাজ্য জুড়ে পালন করা হচ্ছে। আমরা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে কর্মসূচি পালন করলাম। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য একাধিক অভিনব প্রকল্প চালু করেছেন, এমনকি তার মধ্যে বেশ কিছু প্রকল্প বিশ্বের দরবারে পুরস্কৃত হয়েছে। তাই দিদিকে কৃতজ্ঞতা জানাতেই আমরা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করলাম। আমার হাত, তোমার হাতে, আমরা আছি, দিদির সাথে, এই ধ্বনিতেই আমরা মানববন্ধন কর্মসূচি পালন করলাম।”
এদিনের এই মানববন্ধন কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া গোপ, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নুরজাহান বেগম, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাধিপতি সীমা চৌধুরী, জলপাইগুড়ি পৌরসভা চেয়ারপার্সন পাপিয়া পাল সহ অনেকে।