রাজ্যের খবর

আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবান্নে মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা

Cabinet meeting likely in Nabanna in presence of Chief Minister today

Truth Of Bengal : পুজো শুরুর আগেই শেষ বারের জন্য মন্ত্রিসভার বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরের মধ্যে উত্তরবঙ্গ থেকে ফিরে বিমানবন্দর থেকেই সোজা নবান্নে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বিকেল সাড়ে ৪টে নাগাদ সেখানেই মন্ত্রিসভার বৈঠক করবেন। কারণ, গতকাল অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনপর্ব। রাজ্য প্রশাসনের প্রায় সর্বস্তরই ব্যস্ত হয়ে পড়বে পুজোয়। তবে অপরদিকে রয়েছে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। এদিকে বহাল আরজি কর নিয়ে উদ্বেগ। আজ মন্ত্রিসভার বৈঠকের আগেই হতে পারে সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি। মন্ত্রিসভার বৈঠক থেকে কোন কোন বিষয়ের ওপর আলোকপাত করেন মুখ্যমন্ত্রী? বৈঠকে গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত গ্রহন করেন কিনা সেটাই এখন দেখার।

  • আজ জোড়া বৈঠকে মুখ্যমন্ত্রী
  • উত্তরবঙ্গ থেকে ফিরেই জোড়া বৈঠক
  • রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক
  • পুজোর সময় অঞ্চলে থাকার নির্দেশ
  • মন্ত্রীদের নিজের অঞ্চলে থাকার নির্দেশ দিতে পারেন
  • রাজ্য মন্ত্রিসভায় নির্দেশ দিতে পারে মুখ্যমন্ত্রী
  • এরপরেই প্রশাসনিক ক্ষেত্রে বৈঠক
  • সমস্ত জেলা শাসকদের থাকার নির্দেশ
  • পুজো ও অন্যান্য বিষয় নিয়ে নির্দেশ
  • বৈঠকেই নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Related Articles