রাজ্যের খবর

দুবরাজপুরে চুরি বন্ধ করতে বসল সিসি ক্যামেরা

CCTV cameras installed to stop theft in Dubrajpur

Truth Of Bengal : দুবরাজপুর থানার পক্ষ থেকে দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর বাসস্ট্যাণ্ডে চারটি সিসি ক্যামেরা বসানো হল। আগে এই বাসস্ট্যাণ্ডে বহু চুরির ঘটনা ঘটেছে। সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটায়।

উল্লেখ্য, বক্রেশ্বর, আদমপুর, লক্ষ্মীনারায়ণপুর, গোপালপুর, কয়থানপুর সহ বেশ কয়েকটি গ্রামের সংযোগ স্থল হল এই পণ্ডিতপুর বাসস্ট্যাণ্ড। সকাল থেকেই বাজার করতে এখানে ভীড় জমান বিভিন্ন গ্রামের মানুষজন। কিন্তু সন্ধ্যার পর এই বাসস্ট্যাণ্ড ফাঁকা হয়ে যায়। চুরি রুখতে তৎপর রয়েছে দুবরাজপুর থানার পুলিশ। তাই এদিন দুবরাজপুর থানার পক্ষ থেকে চারটি সিসি ক্যামেরা বসানো হয়।

Related Articles