দাবায় ইতিহাস গড়ল ভারত, চ্যাম্পিয়নদের সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
India made history in chess, Prime Minister met the champions

Truth Of Bengal: ভারতীয় ক্রীড়ামহলে শুভেচ্ছার বন্যা বইছে। দাবায় ইতিহাস সৃষ্টি করেছে ভারত। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চেস অলিম্পিয়াডে সোনা জিতেছে ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দল। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নজির গড়েছে ভারত। এর আগে কেবল চীন এবং সোভিয়েত ইউনিয়ন চেস অলিম্পিয়াডের একই সংস্করণে পুরুষ ও মহিলা উভয় বিভাগে সোনা জিতেছিল। এবার সেই তালিকায় ভারতের নাম যুক্ত হয়েছে।
নজির গড়ার পর প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় টিমের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন এবং সামনাসামনি তাঁদের অভিনন্দন জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাঁর বাসভবনে গিয়েছেন দাবার বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে আপ্লুত হয়েছেন অর্জুন এরিগাইসি, প্রজ্ঞানন্দ, বৈশালি, হরিকা দ্রোণাভলি, তানিয়া সচদেবরা। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে দাবা খেলাতেও মেতে উঠেছেন।
আজারবাইজানে আয়োজিত দাবা প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দাবাড়ু বিদিত গুজরাটি, কারণ প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন বলে। তিনি বলেছেন, ‘আজারবাইজানে পৌঁছে জানতে পারি আমাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছেন প্রধানমন্ত্রী, তাই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছি’।
একসময় দাবার প্রসঙ্গ উঠলে গ্র্যান্ডমাষ্টার বিশ্বনাথন আনন্দের নাম উঠে আসত। এখন বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে জোড়া সোনা জিতে বিশ্ববাসীকে তাক লাগিয়েছে ভারত। ভারতীয় পুরুষ দল স্লোভেনিয়ার বিরুদ্ধে 3.5-0.5 জয় পেয়েছে, এবং মহিলা দল চূড়ান্ত রাউন্ডে আজারবাইজানকে একই ব্যবধানে পরাজিত করেছে।
প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিক টিমের সদস্যদেরও বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট দলকেও নিজস্ব বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।