বিনোদন

মুক্তি পেল কৌশানীর নতুন গান ‘ডাকাতিয়া বাঁশি’

Kaushani's new song 'Dakatiya Banshi' released

Truth Of Bengal: পুজোয় আসছে স্বভাবে চুলবুলি দেখতে সুন্দরি ঝিমলি। তাই এখন নেটপাড়া  ঝিমলিতে মজেছে। পিরিতি যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না সেই নিয়ে আরও একবার সাবধান করেছে ঝিমলি। তবে এই ঝিমলি কে?

টলিউডের হিট পরিচালক জুটি নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় পুজোয় মুক্তি পাচ্ছে ‘বহুরূপী’। সেখানেই ঝিমলির চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। আর এবার সেই ঝিমলিকেই নিয়ে মুক্তি পেল ছবির নতুন গান। ছবিতে কৌশানীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদকে। আগেই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ ও কৌশানীর গান ‘শিমূল পলাশ’। এবার মুক্তি পেল ‘ডাকাতিয়া বাঁশি’। এই নিয়ে তিনটি গান মুক্তি পেল ছবির। ইতিমধ্যেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে গানটি।

শিমূল পলাশ গানটিতে কৌশানীর সাদাসিধে সরল স্বভাবের চরিত্রটি ধরা পড়ে। ডাকাতিয়া বাঁশিতে একেবারেই উল্টো মেজাজে দেখা গিয়েছে কৌশানীকে। লাল শাড়িতে লাস্যময়ী একটা লুকে দেখা গিয়েছে। ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বসুর কথায়, শ্রেষ্ঠা দাসের গলায়, ননীচোরা বাউলের কথায় ও কন্ঠে ও বনি চক্রবর্তীর পরিচালনায় ও কন্ঠে নতুন এই গানে রয়েছে লোকসঙ্গীতের ছোঁয়া, রয়েছে গ্রাম্য ও বহুরূপীদের গানের পরিভাষাও। ১ লাখেরও বেশি মানুষ ইউটিউবে এই গানটি দেখে নিয়েছেন। ইতিমধ্যেই ৫০ লাখ টাকায় এই গানটিই একটি নামী মোবাইল সংস্থা কিনে নিয়েছে। জঙ্গলি মিউজিক সংস্থাটি এই ছবির মিউজিক অ্যালবামটি কিনে নিয়েছে।

Related Articles