সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পেলেন সাংসদ কীর্তি আজাদ ও দোলা সেন
MP Kirti Azad and Dola Sen got the post of Chairman of the Standing Committee of the Parliament

Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ এবং দোলা সেন সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পেলেন। সরকার বাণিজ্য এবং রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ তৃণমূলের জন্য বরাদ্দ করেছে। বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন এই দুই পদে মনোনীত হয়েছেন।
পূর্বে প্রায়শই দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠতার কারণে সংসদের স্থায়ী কমিটিগুলিতে বিরোধীরা উপেক্ষিত হয়েছেন। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ায় অনেক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ হারাতে হচ্ছে। তৃণমূলের জন্য দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ বরাদ্দ ছিল। কীর্তি আজাদকে রাসায়নিক ও সার দপ্তরের এবং দোলা সেনকে বাণিজ্য দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে।
সংসদ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু বুধবার সকালে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দেখা করেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, কীর্তি আজাদকে রাসায়নিক ও সার দপ্তরের এবং দোলা সেনকে বাণিজ্য দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হবে।
কীর্তি আজাদ আগে বিজেপির সঙ্গে ছিলেন, পরবর্তীতে কংগ্রেসে যোগ দেন, এবং ২০২১ সালের নভেম্বরে তৃণমূলে যোগ দেন। ২০২৪ লোকসভা নির্বাচনে তিনি বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী হন এবং দিলীপ ঘোষকে হারিয়ে জয়ী হন। এবার সংসদে তাঁর গুরুত্ব বাড়িয়েছে দল। অন্যদিকে, দোলা সেন দলের একজন পুরনো সৈনিক এবং দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করে আসছেন।