
Truth of Bengal: মালদার প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিশু সংসদ নির্বাচন। নির্বাচনের নিয়ম অনুযায়ী, নিজেদের পছন্দের প্রার্থীকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বেছে নেয় ক্ষুদে পড়ুয়ারা। বিদ্যালয়ের পরবর্তী প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী থেকে শুরু করে পরিবেশ মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর ভাগ্য নির্ধারণ করে এই স্কুল ছাত্ররাই। প্রাথমিক বিদ্যালয়ে রাজনীতি? না, বিষয়টা ঠিক তেমন নয়। আসলে এদিন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিশু সংসদ নির্বাচন।
মালদার ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়ে এই ছবি। তাদের ভোটেই নির্বাচিত হবে বিদ্যালয়ের আগামী প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। আগামীতে যারা বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্যে, বিদ্যালয়ের মিড ডে মিল, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে নজর থাকবে তাঁদেরই।কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর তারা, সেগুলি প্রথম বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রয়োজনে কর্তৃপক্ষের নজরে আনার দায়িত্ব থাকবে তাঁদের কাঁধেই। বিদ্যালয়ে এই নির্বাচন উপলক্ষে শিশুদের উচ্ছ াস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
বিগত সাত দিনের তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর পর, আজ বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কক্ষে উপস্থিত ছিল, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট এবং সেকেন্ড পোলিং অফিসার ছাড়া অন্যান্য আধিকারিকরা। ভোটদানের গোপনীয়তা রক্ষা করার জন্য করা হয়েছিল আলাদা ভোটদান কক্ষ। বিগত সাত দিনের তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর পর, এবার বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কক্ষে উপস্থিত ছিলেন, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট এবং সেকেন্ড পোলিং অফিসার ছাড়া অন্যান্য আধিকারিকরা।