১৬ বছর পরে রহস্যের কিনারা, প্রেমিকাকে খুনের ঘটনায় গ্রেফতার বছর ৫০-এর ব্যক্তি
After 16 years on the edge of mystery, 50-year-old man arrested for murdering his lover

Truth Of Bengal: দক্ষিণ কোরিয়ার পুলিশ ২০০৮ সালের একটি মামলা সমাধান করেছে। অভিযোগ, নিজের প্রেমিকাকে খুন করে দেওয়ালে গেঁথে দিয়েছিল এক ব্যক্তি। ৫০ বছর বয়সী ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
দ্য কোরিয়া টাইমসের মতে, এই জঘন্য অপরাধটি বেশ কয়েক বছর ধরে ধামা চাপা পড়েছিল। কিন্তু গত মাসে ঘটনাক্রমে প্রকাশ্যে আসে এই বিষয়টি। জানা যায়, একটি ছাদ মেরামতের জন্য গিয়েছিলেন এক নির্মাণকারী। তখনই আচমকা কংক্রিট ও ইট দিয়ে আবদ্ধ একটি স্যুটকেস নজরে আসে তার। যেখানে দেহাবশেষ রাখা ছিল।
২০১১ সালে এই ঘটনায় অভিযুক্ত প্রেমিককে সন্দেহ করলেও তথ্য প্রমাণের অভাবে মামলাটি জটিল হয়ে ওঠে। তবে ফরেনসিক প্রযুক্তির অগ্রগতি এবং মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তের কারণে পুলিশ প্রেমিককে আবারও জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময়, প্রেমিক তার বান্ধবীকে হত্যা করার কথা স্বীকার করে। ওই ব্যক্তি জানায়, ওই সময় তারা একসঙ্গে ছিলেন। আচমকা তাদের মধ্যে বচসা বাঁধে। তখনই একটি ভোঁতা বস্তু দিয়ে মেয়েটির মাথায় ও মুখে আঘাত করার কথা স্বীকার করে লোকটি। তারপরে তিনি তার দেহটি একটি স্যুটকেসে রেখেছিলেন, যা তিনি তার বারান্দায় ইট এবং সিমেন্ট দিয়ে গাঁথুনি তুলে দেন।
পুলিশ সূত্রে খবর, দেহাবশেষের ময়নাতদন্ত করে জানা গিয়েছে, মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে মেয়েটির। আঙুলের ছাপ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। ১৯ সেপ্টেম্বর ইয়াংসানে তাকে গ্রেফতার করে পুলিশ।