এবার ষষ্ঠী থেকেই ভলভো বাসে পুজোয় ঠাকুর দেখাবে পরিবহণ দপ্তর
This time, the transport department will show Tagore in puja in Volvo bus from the sixth grade

Truth Of Bengal: এই পুজোতে ভলভো এসি, নন এসি বাস এবং জলপথে ঠাকুর দেখানোর ব্যবস্থা করবে পরিবহণ দপ্তর। তবে এবার ট্রামে করে পুজো পরিক্রমা হবে না। কারণ পুজোর সময় ট্রাম চলবে না। অন্যান্য বছর এসি ট্রামে করে শহরের পুজো পরিক্রমার প্যাকেজ থাকলেও এবার তা বন্ধ রাখা হচ্ছে। দপ্তরের কর্তারা জানিয়েছেন, শহরের বেশিরভাগ রুটে ট্রাম বন্ধ আছে এবং যে দুই রুটে ট্রাম চলছে, সেগুলোও অনিয়মিত। ফলে পুজো পরিক্রমা থেকে কলকাতার নস্টালজিয়া বাদ পড়েছে।
পুজোর সময় যানজটের আশঙ্কায় গত কয়েক বছর ট্রাম বন্ধ রাখা হয়েছিল। গত বছর ট্রামে করে ঠাকুর দেখানো আবার শুরু হয়েছিল, কিন্তু এবার তা হবে না। এবার ষষ্ঠী থেকেই ভলভো এবং নন এসি বাসে পুজো পরিক্রমা শুরু হবে। অষ্টমী এবং নবমী একই দিনে পড়ায় একদিন আগে থেকেই পরিবহণ দপ্তরের ঠাকুর দেখানো শুরু হবে। শহরের বিখ্যাত পুজো, বনেদী বাড়ির পুজো, কামারপুকুর, জয়রামবাটির পুজো জলপথে দেখানোর বিভিন্ন প্যাকেজ তৈরি করেছে পরিবহণ দপ্তর। আগামীকাল সোমবার এই পুজো পরিক্রমার বিস্তারিত প্রকাশ করা হবে। এবারও ধান্যকুড়িয়া এবং আড়বলিয়াতে গ্রাম বাংলার পুজো দেখানো হবে।
শহরে ট্রাম চলাচলের মামলায় আগামী সপ্তাহে হাই কোর্টে শুনানি রয়েছে। পরিবহণ দপ্তর চাইছে, এসপ্ল্যানেড-খিদিরপুর রুট ছাড়া বাকি রুটগুলো বন্ধ করে দিতে। কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছে। আদালত রাজ্যের সিদ্ধান্ত জানতে চাইছে। প্রথমে মেট্রো নির্মাণের জন্য এবং পরে দুর্ঘটনা কমাতে এবং গাড়ি চলাচলে গতি বাড়াতে অধিকাংশ ট্রাম রুট বন্ধ করেছে পরিবহণ দপ্তর।