বান্ধবীর সাথে ঘুরতে এসে উদ্ধার দেহ, স্ত্রীর অভিযোগ শ্বাসরোধ করে খুন
Body recovered while walking with girlfriend, wife's complaint of strangulation

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : কলকাতা থেকে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানার পদ্মপুকুর এলাকায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনা সূত্র জানা যায়, বান্ধবীকে নিয়ে এক ব্যক্তি ঘুরতে আসে হাড়োয়া থানার ঘোষপুর এলাকার এক গেস্ট হাউসে। হঠাৎ আজ বাড়ি ফেরার সময় দেখা যায় প্রাইভেট গাড়ির মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ। এই খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষজন জড়ো হয়েছে। ইতিমধ্যে ওই ব্যক্তির স্ত্রী এলাকায় এসে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ তুলেছেন ওই বান্ধবীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ থাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে আসে ভাঙ্গড় থানার পুলিশ।
মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার বাড়ি কলকাতা ট্যাংরা এলাকায় এবং মৃত ব্যক্তির স্ত্রী সুস্মিতা হালদারের দাবি, তার স্বামীর সাথে একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। তারা প্রতি রবিবার বিভিন্ন হোটেলে ঘুরতে যায়। আজ হাড়োয়া থানার ঘোষপুর এলাকার একটি হোটেলে তারা ঘুরতে আসে। ফেরার পথে তার স্বামীর মৃত্যু হয়। এবং তার স্ত্রীর দাবি তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে ভাঙ্গড় থানার পুলিশ।