আন্তর্জাতিক

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান

The office of the chief adviser. The army chief paid a courtesy call on Yunus

Truth Of Bengal : ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস উইং-এর মাধ্যমে জানিয়েছেন।

সেখানে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলতি মাসের ২২ তারিখ তথা রবিবার দুপুরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনুসসকে অবহিত করেছেন সেনাপ্রধান। এর পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। রবিবারের এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলার উন্নতি বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশংসাও করেছেন অধ্যাপক ইউনুস।

প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান সরকার গোটা দেশের সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়, গোটা বাংলাদেশে আগত দু’মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

Related Articles