দেশ

আবারও নিরাপত্তার প্রশ্ন, কানপুর রেল লাইনে উদ্ধার গ্যাস সিলিন্ডার

Safety question again, gas cylinder recovered on Kanpur railway line

Truth Of Bengal: আবারো উত্তরপ্রদেশে ষড়যন্ত্র! এবার কানপুর রেল লাইন থেকে উদ্ধার হল গ্যাস সিলিন্ডার। এসব কি লাইনচ্যুত করানোর জন্য ইচ্ছাকৃত‌ পরিকল্পনা? আবারো উঠছে সে প্রশ্ন‌।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজ ডিভিশনের পেরাম্বুর স্টেশন থেকে খানিক দূরে রেল লাইন দিয়ে এক মালগাড়ি আসছিল, সে সময় চালক লক্ষ্য করে যে, লাইনের উপর এক ছোট গ্যাস সিলিন্ডার পড়ে রয়েছে। চালক তৎক্ষণাৎ আপৎকালীন ব্রেক কোষে মালাগাড়িটি থামান। তবে এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, যদি এই ছোট্ট গ্যাস সিলিন্ডারটি চালকের নজরে না পড়ত তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।

এই ঘটনা প্রসঙ্গে রেল সুরক্ষা বাহিনীর এসপি জানিয়েছেন, একটি পাঁচ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার রাখা ছিল ওই রেল লাইনের উপর। মালগাড়ির চালক সিলিন্ডারটিকে দেখতে পেয়ে আপাৎকালীন ব্রেক কষেন, এবং এ বিষয়ে খবর দেন রেল কর্তাদের। তারপর ঘটনাস্থলে পৌঁছান রেলের শীর্ষ কর্তারা সহ আরপিএফ। আরপিএফের তরফ থেকে এই ঘটনার বিষয়ে স্থানীয় থানায় জানানো হয়। বর্তমানে আরপিএফ এর পাশাপাশি  তদন্ত শুরু করেছে পুলিশও।

চলতি মাসের শুরুতেই হরিয়ানার ভিওয়ানির দিকে রওনা হওয়া কালীনি এক্সপ্রেসের সম্মুখে লাইনের উপর পড়ে ছিল পেট্রোল, বড় গ্যাস সিলেন্ডার, দেশলাই ও সাইকেল।  ট্রেনের সাথে ধাক্কা লেগে ৫০ মিটার দূরে ছিটকে পড়ে সিলিন্ডারটি। এই ঘটনা ঘটার সাথে সাথেই আপাতকালীন ট্রেন থামিয়ে দেন চালক। ধারণা, ট্রেনটিকে লাইনচ্যুত করানোর জন্যই পরিকল্পনা করে লাইনের উপর গ্যাস সিলিন্ডার সহ পেট্রল প্রমুখ রাখা হয়েছে।

Related Articles