রাজ্যের খবর

আরজি কর মামলা: উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম ও ছবি সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

RG kar case: Supreme Court orders Wikipedia to remove victim's name and photo

Truth Of Bengal: Saif Khan: মঙ্গলবার সুপ্রিম কোর্টে কলকাতার আরজি কর ধর্ষণ ও হত্যা মামলার শুনানি চলছে। এই মামলায় উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম ও ছবি সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জানায়, উইকিপিডিয়ায় নির্যাতিতার ছবি রয়েছে। অবিলম্বে সেগুলি সরিয়ে ফেলতে হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ উইকিপিডিয়াকে তাদের ওয়েবসাইট থেকে নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করে এমন নাম ও ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ করা যাবে না। তাই উইকিপিডিয়া আগের নির্দেশ মেনে চলবে।

নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী আদালতকে জানান, উইকিপিডিয়া মৃত নির্যাতিতা চিকিৎসকের নাম ও ছবি সরাতে অস্বীকার করেছে। উইকিপিডিয়া দাবি করেছে যে এটি সেন্সর করা যায় না।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের দু’ঘণ্টার বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির মধ্যে তিনটিতেই রাজি হয় রাজ্য সরকার। কলকাতার পুলিশ কমিশনার বিনীত কোয়েল, কলকাতা উত্তরের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা এবং স্বাস্থ্য দপ্তরের ২ উচ্চপদস্থ আধিকারিক স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ কৌস্তভ নায়েক ও স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশিস হালদারকে বদলি করা হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের অপসারণ, চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানো এবং সরকারি হাসপাতাল গুলিতে হুমকি সংস্কৃতি বন্ধ করা সহ পাঁচ দফা দাবিতে জোর দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসা করা।

মুখ্য সচিবের ই-মেইলে মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠকের জন্য রাজ্য পঞ্চম ও শেষবারের মতো আলোচনার আহ্বান জানালে জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেন। এই বৈঠকে সরাসরি সম্প্রচারের দাবি তোলে জুনিয়র ডাক্তাররা। পরে এই দাবির সমঝোতা হিসাবে সরকার প্রতিনিধি দলকে নিজস্ব স্টেনোগ্রাফার আনার অনুমতি দেয় এবং সভার কার্য বিবরণীর একটি স্বাক্ষরিত অনুলিপি সরবরাহ করতেও সম্মত হয়।

আধিকারিকদের বদলি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জুনিয়র ডাক্তাররা বলেন ‘মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা স্বাস্থ্য ভবনে আমাদের কর্ম বিরতি ও বিক্ষোভ চালিয়ে যাব।’

বন্যা ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এর কারনে জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানান। তবে আন্দোলনরত চিকিৎসকরা এখনো কর্মবিরতির ডাক দেননি।

কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। গত শুনানিতে শীর্ষ আদালত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল যাতে সরকারের কোন পদক্ষেপ এড়ানো যায়। কিন্তু তাতেও কর্মবিরতিতে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা।

Related Articles