প্রযুক্তি

ফোন না ছুঁয়েই করা যাবে কল, নয়া প্রযুক্তির স্মার্টওয়াচ আনল Amazfit

Call can be made without touching the phone, Amazfit brought a new technology smartwatch

Truth Of Bengal, Mou Basu : ফোন না ছুঁয়েই স্মার্টওয়াচের মাধ্যমে করা যাবে ফোন কল। অত্যাধুনিক প্রযুক্তির Amazfit GTR 4 New স্মার্টওয়াচ ভারতের বাজারে আসল। Amazfit GTR 4 New স্মার্টওয়াচের দাম ১৬,৯৯৯ টাকা। এটি বেশ স্টাইলিশ এবং এটি গ্যালাক্সি ব্ল্যাক এবং ব্রাউন লেদার রঙে পাওয়া যাবে। Amazfit GTR 4 New অ্যামাজন ইন্ডিয়ার পাশাপাশি অ্যামাজফিট ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কেনা যাবে।

Amazfit GTR 4 New স্মার্টওয়াচে ইন্টিগ্রেটেড ব্লুটুথ কলিং এবং মিউজিক কন্ট্রোল করার সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা ফোন স্পর্শ না করেই এই ঘড়ির মাধ্যমে কল করা যাবে। আবার অ্যালেক্সা এবং অফলাইন ভয়েজ অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করে এই স্মার্টওয়াচ। Amazfit GTR 4 New স্মার্টওয়াচে জিপিএস সাপোর্ট ছাড়াও ১৫০টিরও বেশি স্পোর্টস মোডের সাপোর্ট রয়েছে। Amazfit GTR 4 New স্মার্টওয়াচে জেপ অরা প্রযুক্তিও রয়েছে যা ব্যক্তিগত স্লিপ (ঘুম) কোচ হিসাবে কাজ করবে।

একবার ব্যাটারি চার্জে ১২ দিন চলবে এই স্মার্টওয়াচ। অ্যামেজফিট জিটিআর 4 নিউ স্মার্ট ঘড়িতে 1.45 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটি রোদের মধ্যেও ভালোভাবে দেখতে সাহায্য করবে। শুধু তাই নয়, এই স্মার্টওয়াচে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার সাপোর্টও রয়েছে।

Related Articles