নেকব্যান্ডেই মিলবে DJ এর মতো সাউন্ড, অত্যাধুনিক প্রযুক্তির নেকব্যান্ড আনল লাভা
DJ-like sound will be found in the neckband itself, the latest technology neckband unl lava

Truth Of Bengal: বৈদ্যুতিক গ্যাজেট প্রস্তুতকারক সংস্থা লাভা সম্প্রতি ভারতে Lava ProBuds N32 নেকব্যান্ড লঞ্চ করেছে। এই নেকব্যান্ড DJ-এর মতো সাউন্ড মিলবে পাশাপাশি এতে আছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সুবিধাও। লাভা প্রোবাডস এন৩২ এর দাম রাখা হয়েছে ১,০৯৯ টাকা।
লাভা ইন্ডিয়ার ই-স্টোর থেকে নেকব্যান্ডটি পাওয়া যাবে। এটি প্যান্থার ব্ল্যাক, ফায়ারফ্লাই গ্রিন এবং কাই অরেঞ্জ রঙে পাওয়া যাবে।লাভা প্রোবাডস এন৩২ নেকব্যান্ডে ১০মিমি ড্রাইভারের পাশাপাশি এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ইএনসি) ফিচার আছে বলে ভিড়ভাট্টার মাঝে কোলাহলপূর্ণ পরিবেশেও কথা বলা যাবে।
এই নেকব্যান্ড ফুল চার্জে ৪০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম মিলবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে ফলে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ১০ মিনিট চার্জে ১২ ঘণ্টা চলতে পারে। Lava ProBuds N32 নেকব্যান্ডের ওজন হালকা। এতে ডুয়াল ডিভাইস পেয়ারিং ফিচারের সাপোর্ট রয়েছে। আবার জল এবং ঘাম লেগে যাতে নেখব্যান্ডটি নষ্ট না হয় সেজন্য এতে আইপিএক্স৭ রেটিং আছে।