দেশ

হিন্ডেনবার্গের দাবি খারিজ, টাকা বাজেয়াপ্ত নিয়ে মুখ খুললেন আদানি

Rejecting Hindenburg's claim, Adani opened up about confiscation of money

Truth Of Bengal: টাকা বাজেয়াপ্ত হওয়ার ব্যাপার নিয়ে এবার সরাসরি মুখ খুললেন শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠী।আদানির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে, সম্প্রতি টাকা বাজেয়াপ্ত হওয়া নিয়ে আমেরিকার বাজার পর্যবেক্ষণকারী সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের তরফেএকটি  রিপোর্ট পেশ করে যা বলা হয়েছিল তা আদেও সঠিক তথ্য নয়। অর্থাৎ, সুইৎজারল্যান্ডের ব্যাঙ্কেতাদের কোনও টাকাই বাজেয়াপ্ত হয়নি বলেই সাফ জানিয়ে দিল গৌতম আদানি।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ‘গথাম সিটি’ নামের সুইৎজারল্যান্ডের এক সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে হিন্ডেনবার্গ রিসার্চের তরফে দাবি করা হয়েছিল, আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত হিসেব অনুযায়ী ৩১ কোটি ডলার অর্থাৎ প্রায় ২৬০০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। সামনে এসেছে বাজেয়াপ্ত সংক্রান্ত রিপোর্টও। যার মাধ্যমে দাবি করা হচ্ছে যে সুইৎজারল্যান্ডের ছ’টি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা অর্থ সেই দেশের কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করেছেন। তবে সেই দাবি নস্যাৎ করেছে। ইতিমধ্যেই শুক্রবার আদানি গোষ্ঠী এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, ‘‘সুইস আদালতে কোনও মামলাতেই আমরা কোনোভাবে যুক্ত নয়, আমাদের সংস্থার কোনও অ্যাকাউন্ট কোনও কর্তৃপক্ষেরদ্বারা বাজেয়াপ্ত করা হয়নি।’’

যদিও বাজেয়াপ্তের বিষয় নিয়ে হিন্ডবার্গ দাবি তুলেছিল, ২০২১ সালে আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ের তদন্ত করে সুইস কর্তৃপক্ষের তরফে এইরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সংক্রান্ত ব্যাপারে অভিযোগ উঠেছে  গৌতম আদানির শিল্পগোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত এক ব্যক্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় রীতিমতো পুঁজি ঢালার বিষয়টি। সেই সংস্থার তরফে প্রায় পুরো টাকাটাই আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে লগ্নি করার তথ্য উঠে এসেছে।এর সাথে সেই ব্যক্তির অ্যাকাউন্টই বাজেয়াপ্ত করা হয়েছে বলে সেই তথ্য উঠে এসেছে।

Related Articles