রাজ্যের খবর

পড়ুয়াদের সাথে বসে মিড ডে মিলের খাবার খেলেন জেলার প্রশাসনিক আধিকারিকরা

The administrative officers of the district ate mid-day meal with the students

Truth Of Bengal: পড়ুয়াদের সাথে বসে মিড ডে মিলের খাবার খেলেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এরপর এদিন আচমকাই কচুয়ারটারি বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ে যান প্রশাসনিক আধিকারিকরা। বিদ্যালয় ঘুরে দেখেন। খোঁজ নেন মিডডে মিলের খাবারের। পড়ুয়াদের কি খাওয়ানো হচ্ছে, পাশাপাশি খাবারের গুণগত মান খতিয়ে দেখেন। এরপর পড়ুয়াদের মিড ডে মিলের খাবার পরিবেশন করেন। এরপর পড়ুয়াদের সাথে মিড ডে মিল খেতে বসেন জেলাশাসক ও পুলিশ সুপার সহ আধিকারিকরা।

এদিকে আচমকাই বিদ্যালয়ে প্রশাসনিক আধিকারিকদের দেখে সকলেই চমকে ওঠেন। এবিষয়ে জেলাশাসক শামা পারভিন বলেন, “এটা আমাদের রুটিন পরিদর্শন। আমরা সব সময়ই বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখি। এদিন আমরা বিদ্যালয়ের কিচেন গার্ডেন সহ পরিকাঠামো ঘুরে দেখালাম। পাশাপাশি পড়ুয়াদের সাথে বসে মিড মিলের খাবার খেলাম।”

পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত বলেন, আমরা সকলে মিলে নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম। পড়ুয়াদের সাথে বসে মিড ডে মিলের খাবার খেয়ে দেখলাম।” এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম বানানো হয়েছে। সেই টিম বিদ্যালয় সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করবে বলে জানা গেছে। এদিন বিদ্যালয়ের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্র, শিশু আলয়,পিএইচই, মার্কেট পরিদর্শন করেন তারা।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী দুইদিন আগেই প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিয়েছেন বিদ্যালয়গুলির মিড ডে মিলের খাবারের গুণগত মান খতিয়ে দেখতে হবে জেলাশাসক ও পুলিশ সুপারের। আর সেই নির্দেশ মেনেই পরিদর্শন শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন বলে মনে করা হচ্ছে।

Related Articles