দেশ

কেদারনাথ দর্শন শেষে ফেরার পথে ধসের চাপা পড়ে পাঁচ পূণ্যার্থীর মৃত্যু

Five pilgrims died in a landslide on their way back after visiting Kedarnath

The Truth of Bengal: কেদারনাথ দর্শন শেষে ফেরার পথে ধসে চাপা পড়ে মৃত্যু একাধিক পুণ্যার্থীর। গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝের ঘটনা। ঘটনাস্থলে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝে ধস। ধসের কবলে পুণ্যার্থীদের দল। গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগের মাঝে ঘটে এই দুর্ঘটনা। প্রসঙ্গত, বিগত বেশকিছুদিন ধরেই উত্তরাখণ্ডের একাধিক জায়গায় চলছে নাগাড়ে বৃষ্টি।

কেদারনাথেও চলে বৃষ্টি। সূত্রের খবর, ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সোমবার সন্ধ্যায় কেদারনাথ দর্শন সেরে ফেরার পথে ওই পুণ্যার্থীর দল ধসে চাপা পড়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তখন সেই রাতেই তিনজনকে উদ্ধার করে উদ্ধারকারী দল।

তবে তার পরও বেশ কয়েকজনের ধসের নীচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হয় তখনও পর্যন্ত। পরবর্তী সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে উদ্ধারকাজ চালিয়ে যেতে। রাতেই উদ্ধার হয়েছিল একজনের দেহ। মঙ্গলবার সকাল থেকে আবারও শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার হয় আরও চারজনের দেহ।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে এক শীর্ষ আধিকারিক জানান, দুর্যোগের জেরে বেশ খানিকক্ষন সেখানে ব্যাহত থাকে উদ্ধারকাজ। তবে পরিস্থিতি খানিকটা উন্নত হলে আবারও উদ্ধারকাজ শুরু হয় মঙ্গলবার সকাল থেকেই। চার জন পূণ্যার্থীর দেহ উদ্ধার হয়েছে বলে ওই শীর্ষ আধিকারিক জানান। প্রশাসন সূত্রে খবর, মৃতরা মধ্যপ্রদেশ, গুজরাট ও নেপালের বাসিন্দা।

Related Articles