ব্যালন ডি’অর তালিকায় নেই নাম, ‘প্রাপ্য ছিল’ বললেন রদ্রিগো
No name on Ballon d'Or list, 'deserved' said Rodrigo

Truth of Bengal: গত বুধবার রাতে এ বছর ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের ব্যালন ডি’অর তালিকায় যেন রিয়াল মাদ্রিদের আধিপত্য। তালিকার বেশিরভাগ খেলোয়াড়ই রিয়াল মাদ্রিদের। ব্যালন ডি’অর তালিকায় ৭ জন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় জায়গা পেয়েছে। তবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।
কিন্তু গত মরসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের মতোন তিনটি মূল্যবান ট্রফি জিততে অনেক অবদান রেখেছিলেন তিনি। ২০২৩–২৪ মরসুমে রিয়ালের হয়ে ২৩ বছর বয়সি এই ফুটবলার গোল করেছেন ১৭টি, গোল করিয়েছেন ৯টি। তবে এই দারুণ পারফরম্যান্সও তিনি ব্যালন ডি’অরে মনোনীত তালিকায় জায়গা পাননি। রদ্রিগো ব্যালন ডি’অরে মনোনীত না হওয়ায় নিজেই তাঁর অনুভূতির কথা জানিয়েছেন।
তিনি বলেছেন,‘আমি যখন জানতে পারলাম আমার মন খারাপ হয়েছিল। এটা আমার প্রাপ্য বলেই মনে করি। ৩০ জনের তালিকায় যারা আছে আমি তাঁদের ছোট করতে চাই না। কিন্তু আমার মনে হয় সেখানে আমার জায়গা হতে পারত। এটা আমার জন্য বিস্ময়কর ব্যাপার ছিল, কিন্তু এটা নিয়ে আমে কিছুই করতে পারব না, আমি এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কেউ নই।’