প্রযুক্তি
পুরনো চ্যাট খুঁজতে কী নতুন পরিষেবা আনল হোয়াটসঅ্যাপ?
WhatsApp brought new service to find old chats?

Truth Of Bengal, Mou Basu : গোটা বিশ্বে প্রায় ৩০০ কোটির বেশি গ্রাহক আছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের। গ্রাহকদের সুবিধার কথা ভেবে প্রায়সময় নিত্যনতুন ফিচার হোয়াটসঅ্যাপে যোগ করে মেটা কর্তৃপক্ষ। এবার আরও একটি নতুন ফিচার নিয়ে মেটা কর্তৃপক্ষ কাজ করছে। হোয়াটসঅ্যাপের পুরনো গুরুত্বপূর্ণ চ্যাট খুব সহজে খুঁজে পাওয়া যাবে ওই ফিচারের মাধ্যমে।
WABetaInfo র রিপোর্ট অনুযায়ী, খুব শিগগিরই হোয়াটসঅ্যাপে নতুন চ্যাট ফিল্টার ফিচার চালু হতে চলেছে। গুগল প্লে স্টোর মারফত অ্যান্ড্রয়েডের ২.২৪.১৮.১৬ বিটা ভার্সনের আপডেটে মিলবে ওই নয়া ফিচার। চ্যাট লিস্টের একদম ডান দিকে ওপরে থাকবে ওই ফিচার। কাস্টম ফিল্টার বেছে নিলে ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট দেখতে পারবেন। বাকি চ্যাট দেখা যাবে না। গুরুত্বপূর্ণ চ্যাট সহজে মিলবে।