কলকাতা

২৪ পরগনার ক্যানিংয়ে পাওয়া গেল সন্দীপ ঘোষের আর এক বাড়ি

Another house of Sandeep Ghosh was found in Canning of 24 Parganas

Truth Of Bengal: একাধিক বাড়ির অধিকারী আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও তার বাড়ির সন্ধান পেল ইডি। ক্যানিং ২ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজায় কয়েকশ বিঘা জমির মাঝে রয়েছে সবুজ দোতাল এক বাংলো। চারিদিক লম্বা বাঁচিয়ে রেখে দাও বাংলোর ওপরে লেখা রয়েছে ‘সঙ্গীতাসন্দীপভিলা’। স্থানীয়দের দাবি এটি সন্দীপের‌ই বাংলো।

স্থানীয়দের দাবি, সন্দীপ তার স্ত্রী সঙ্গীতা ঘোষ ও নিজের নামে এই বাড়ির নাম রেখেছেন। বাংলা সংলগ্ন কয়েক ঘা জমিতে রয়েছে এক খামারবাড়ি। যে গ্রামের বাড়ির পরিচালনা করতে সন্দীপ, এমনটাই দাবি কেউ ছিল স্থানীয় বাসিন্দারা। ” বেশ কয়েক বছর আগে বাংলোটি তৈরি হয়। মাঝেমধ্যে ডাক্তারবাবুকে আসতে দেখেছি। শুনেছিলাম উনি কলকাতার আরজি কর হাসপাতালের অধ্যক্ষ। সকাল ১০টা নাগাদ আসতেন। আবার ৪টে-সাড়ে ৪টে নাগাদ চলে যেতেন। ডাক্তারবাবুর বাবা এবং স্ত্রীকেও আসতে দেখেছি।”

প্রসঙ্গত, সম্প্রতি আরজি কর কান্ডের গ্রেফতার হয় ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপর টানা আট দিন সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালত। শুক্রবার সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে গিয়ে শুরু করে ইডি তল্লাশি।

Related Articles