রাত দখলে হেনস্থার শিকার ঋতুপর্ণা, প্রতিবাদের ঝড় নেটপাড়ায়
Rituparna, a victim of night occupation, created a storm of protest

Truth Of Bengal: নারী ক্ষমতায়ন এবং আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার রাত দখল কর্মসূচি পালন হয়। জুনিয়ার ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, শিল্পী প্রত্যেকেই এই কর্মসূচিতে যোগ দেন। বাকিদের মত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও আসেন প্রতিবাদে সামিল হতে। কিন্তু, শ্যামবাজারে গিয়ে অভিনেত্রীকে চরম হেনস্থার শিকার হতে হয়। অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হয় আন্দোলনকারীরা। ‘চোর’,’গো ব্যাক’ স্লোগান দেয় তারা। রাত দখলের কর্মসূচিতে গিয়েও যেখানে এক নারী নিরাপত্তার অভাব বোধ করছে, তাঁকে হেনস্তা করা হচ্ছে সেখানে প্রশ্নটা থেকেই যাচ্ছে এই আন্দোলনের মূল উদ্দেশ্য কি ভুলে যাচ্ছেন আন্দোলনকারীরা?
অভিনেত্রীর হেনস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছে গোটা টলিপাড়া। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা জীতু কমল, অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, উষসী চক্রবর্তী-সহ প্রত্যেকে প্রশ্ন তুলছেন, ”আমরা কি প্রতিবাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি”? সামাজিক মাধ্যমে প্রতিবাদে সরব হচ্ছেন তারকারা।
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় লিখলেন,”ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সবাই আন্দোলনে সামিল হতে পারেন। কেউ কাউকে আটকাতে পারেন না”
উষসী চক্রবর্তী বলেন, ”ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কাল যা ব্যবহার করা হয়েছে তা সমর্থন করতে পারছি না। যে আন্দোলনের কেন্দ্রে নারী সুরক্ষা ও স্বচ্ছতা , সেই আন্দোলকারীদের কাছ দেখে একজন মহিলার প্রতি এহেন আচরণ একেবারেই অনভিপ্রেত”।
রূপা গঙ্গোপাধ্যায় পোস্টে লেখেন,”ঋতুপর্ণাকে বিনা কারণে এই অপমান করা আমি সমর্থন করি না। করব না। এই নাকি নারী সম্মান। নারী সুরক্ষার লড়াই?”
”ছেলেমেয়ে নির্বিশেষে সবাই শারীরিক আক্রমণ করলেন ঋতুদিকে। যাঁরা ঋতুপর্ণাকে বাঁচাতে গিয়েছিল, তাঁদের মধ্যে একজনের সিটি স্ক্য়ান হবে। আর আরেকজন গুরুতর আহত! আমি প্রত্যক্ষদর্শী” : দেবলীনা দত্ত।
সুদীপ্তা চক্রবর্তী সোশাল মিডিয়ায় লেখেন, “আপনারা তাঁর অবস্থান দেখলেন না। অথচ ভুয়ো ভিডিওটি দেখে ঘৃণা উগরে দিলেন। আপনার তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি তা-ও মেনে নিলেন। এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কী ভয়াবহ পরিস্থিতি! আমি এই ঘটনার তীব্র বিরোধিতা করি। আপনারা কী ভুলে গিয়েছেন নারীদের রাত দখলের লড়াইয়ে শামিল হয়েছিলেন? মহিলাদের সম্মান, অধিকার রক্ষার দাবিতে যে আপনারা মিছিলে শামিল হয়েছিলেন ভুলে গিয়েছিলেন? কীভাবে এটা করতে পারলেন? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি।”
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শঙ্খ বাজিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যার জেরে চরম ট্রোল হতে হয়েছিল অভিনেত্রীকে। সামাজিক মাধ্যমে চলছিল তুমুল বিতর্ক। পরে ভিডিওটি সরিয়ে দেন অভিনেত্রী। কিন্তু তার পরেও অভিনেত্রীকে লক্ষ্য ‘ধিক্কার’,’চোর’,’গো ব্যাক’ স্লোগান দেওয়া, গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়া ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছে নেটপাড়া।
View this post on Instagram