আন্তর্জাতিক

কুকুরের সাথে যৌন সম্পর্ক করায় অভিযুক্ত এক মহিলা ও তার পুরুষসঙ্গী

A woman and her male partner are accused of having sex with a dog

Truth Of Bengal: কমপক্ষে পাঁচবার করে কুকুরের সাথে যৌন সম্পর্ক করার অপরাধে এক ব্যক্তি ও এক মহিলাকে আদালতে পেশ করা হয়েছে। গ্রাহাম মার্শাল (৩৮) এবং পেগি রেনি (৩৩) নামে এই দুই ব্যক্তির ওপর চার্লি নামে একটি কুকুরকে নিয়মিত যৌন নির্যাতন করার অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে যে, ২০১৯ সালের আগস্ট মাস থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কমপক্ষে পাঁচবার করে চার্লি নামক ওই কুকুরের ওপর যৌন নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ফলে কুকুরটি যে যন্ত্রণা ভোগ করেছে এবং তার রক্ষণাবেক্ষণে যে ঘাটতি হয়েছে সেটি নিয়েও একটি অভিযোগ দায়ের করা হয়েছে তাদের উপর।

মার্শাল নামে ওই ব্যক্তি যার নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, তার উপর রেনি নামে ওই মহিলাকে কুকুরের সাথে যৌন সম্পর্ক স্থাপনে সহায়তা করা এবং তাকে এই কাজে উৎসাহিত করার অভিযোগও আনা হয়েছে। রেনি নামক ওই মহিলাকেও কুকুরটি সাথে যৌন সম্পর্ক স্থাপন করার অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

মার্শালকেও উঁকিঝুঁকি মারা এবং পশুর উপর যৌন নির্যাতন সম্পর্কিত অশ্লীল চিত্র রাখার তিনটি অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তার উপরে শিশুদের অশ্লীল ছবি তোলা এবং রাখার আটটি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে কয়েকটি বিষয় এমন আছে যেগুলি অত্যন্ত সংবেদনশীল।

দক্ষিণ ইয়র্কশায়ারের শেফিল্ড শহরের বাসিন্দা রেনির উপরেও পশুদের সাথে যৌন সম্পর্ক সম্পর্কিত অত্যন্ত অশ্লীল ছবি রাখার অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে শেফিল্ড ক্রাউন কোর্টে সংক্ষিপ্ত শুনানির সময় কোনো প্রতিবাদী এই অভিযোগের পক্ষে কোনো দলিল পেশ করেননি।

বিচারক সারা রাইট অভিযুক্ত দুজনকেই শর্তসাপেক্ষে জামিন দিয়ে বলেছেন, তারা দুজন এক অপরের সাথে সম্পর্ক রাখতে পারবে না এবং তারা কোনো পশুর পালন বা দেখভাল করতে পারবে না। তিনি আরো বলেন, এই মামলার আগামী শুনানি তিন অক্টোবরে হবে। আপনাদের ৩ অক্টোবর আদালতে উপস্থিত হতে হবে। যদি এটি না মানা হয় তবে অপরাধ বলে গণ্য করা হবে।

Related Articles