বাংলাদেশে পুনরায় চালু ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
Indian Visa Application Center reopened in Bangladesh

Truth Of Bengal: পুনরায় শুরু হল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। ২রা আগস্ট সোমবার থেকে ওপার বাংলায় শুরু হল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। তবে এখনই সমস্ত স্তরের মানুষকে দেওয়া হবে না ভিসা। আপাতত সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকছে আবেদন।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় প্রাথমিক ভাবে ভিসা সেন্টার খুলছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। কিন্তু এই মুহূর্তে সকলকে ভিসা দেওয়া হবে না। চিকিৎসার জেরে যারা আসবেন ভিসার ক্ষেত্রে শুধুমাত্র তাঁদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যেই নাগরিকদের ভিসা পরিষেবা দেওয়া আরম্ভ করে দিয়েছে ভিসা আবেদন কেন্দ্রগুলি।
এ ছাড়া, এই পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে ‘মেডিক্যাল ভিসা’ ছাড়াও মিলবে ‘স্টুডেন্ট ভিসা’। এ ধরনের ভিসার সাহায্যে বাংলাদেশি ছাত্র ও কর্মীরা উচ্চশিক্ষার প্রয়োজনে কিংবা কর্মসূত্রে ভারতে আসার অনুমতি পাবেন। একটি বিবৃতির মাধ্যমে ভারতীয় ভিসা কেন্দ্রগুলি জানিয়েছে, বাংলাদেশে ভিসা পরিষেবা স্বাভাবিক না হওয়ার পর্যন্ত সীমিত পরিসরে চলবে ভিসা পক্রিয়া।
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে বন্ধ ছিল ভিসা পরিষেবা। অশান্ত পরিবেশের জেরে ভারতীয় দূতাবাসের একাধিক কর্মীকে সে দেশ থেকে ফিরিয়ে আনা হয়। ধিরে ধিরে পরিস্থিতি যখন স্বাভাবিকের পথে তখন ভারতীয় ভিসা কেন্দ্রগুলি আবারো তাদের কাজ শুরু করেছিল, কিন্তু বেশ কিছু মানুষ কেন্দ্রগুলিতে হামলা ও সমস্যার সৃষ্টি করে। যার জেরে নিজেদের কাজ স্থগিত রাখে ভারতীয় দূতাবাসগুলি।