কলকাতা

“কলকাতায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরা নিষিদ্ধ” নির্দেশ কলকাতা পুলিশের

"It is prohibited to carry weapons in public in Kolkata," Kolkata Police said

Truth Of Bengal : কলকাতা শহরে প্রকাশ্যে বা পাবলিক প্লেসে তরোয়াল বন্দুক বা অন্যান্য কোন অস্ত্র অথবা আপত্তিকর কোন বস্তু নিয়ে ঘোরাফেরা করা নিষিদ্ধ করল কলকাতা পুলিশ। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল একটি নির্দেশিকা জারি করলেন। আগামীকাল অর্থাৎ পহেলা সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই নির্দেশিকার সময় মেয়াদ বলবৎ থাকবে। কলকাতা পুলিশের কমিশনার নির্দেশিকা জারি করেছে।

শহর কলকাতায় অপরাধ রুখতে এবার কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। লাঠি থেকে বোমা, সমস্ত আক্রমণাত্মক অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। ১ সেপ্টেম্বর থেকে ২৮ শে ফেব্রুয়ারি অর্থাৎ ৬ মাস পর্যন্ত কলকাতা শহর এবং সংলগ্ন এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশ রয়েছে। এই নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ সুপার বিনীতকুমার গোয়েল।

নির্দেশিকায় কী বলা হয়েছে? 

নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা ও কলকাতা-সংলগ্ন এলাকায় তলোয়ার, বন্দুক, ভারী, ধারাল অস্ত্র নিয়ে কেউ চলাচল করতে পারবে না। যদি কেউ এই নির্দেশিকা না মানে তাহলে পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।

  • কলকাতায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরা নিষিদ্ধ
  • পাবলিক প্লেসে তরোয়াল বন্দুক নিয়ে ঘোরা নিষিদ্ধ
  • আপত্তিকর কোন বস্তু নিয়ে ঘোরা নিষিদ্ধ
  • নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ কমিশনার
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই নির্দেশিকার বলবৎ থাকবে

এমনিতেই আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। এখনও দফায় দফায় প্রতিবাদে শামিল হচ্ছেন বাচ্চা থেকে বুড়ো সকলে। তাদের সবার দাবি একটাই “We Want Justice”. এমতাবস্থায় কলকাতা পুলিশের এই নয়া উদ্যোগে স্বাভাবিকভাবেই কিছুটা খুশি হয়েছেন স্থানীয়রা। তবে এই নির্দেশিকা জারির পর তা ঠিক কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার।

Related Articles