খেলা

টাইব্রেকারে হার মোহনবাগানের, প্রথমবার ডুরান্ড জিতল নর্থ ইস্ট

Durand won the North East for the first time

Truth of Bengal: পরতে পরতে পট পরিবর্তন। প্রথমেই দু গোলে এগিয়ে থাকা মোহনবাগানকে দেখে যুবভারতীতে  উপস্থিত  দর্শকেরা ভেবেছিলেন একপেশে ম্যাচ জিতবে সবুজ মেরুন শিবির। টাইব্রেকারে হয় উলটপুরাণ। কখনো মনে হয় বাগান শিবির এগিয়ে থাকবে তো পরমুহূর্তেই দুরন্ত গোল নর্থইস্ট ইউনাইটেডের। খেলার ৯০ মিনিট ধরে চলে স্নায়ুর লড়াই। খেলার ফল দাঁড়ায় ২-২। অর্থাৎ, ডুরান্ড ফাইনালের ফয়সালা শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টিতে  ৪-৩ গোলে শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় নর্থইস্ট। শনিবাসরীয় বিকালে খেলা দেখতে আসা সবুজ মেরুন সমর্থকেরা প্রথমেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কারণ খেলার ১০ মিনিটেই গোল করেন জেসন কামিংস। অপরদিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। বক্সের ভিতরে  থেকেই  হেড করেন জিতিন। কিন্তু বল বার করে দেন বাগানের গোলরক্ষক। আক্রমণ  প্রতি-আক্রমণের খেলা চলে দুদলের মধ্যে।

দু’দলই এদিন আক্রমণাত্মক মেজাজে খেলে চলে। বিরতির আগে ফের ‘গোল-ল-ল ‘ শব্দ ধ্বনিত হয় সবুজ মেরুন  সমর্থকদের মধ্যে থেকে। কারণ  গোল করেন সাহাল। ব্যবধানও বেড়ে যায় মোহনবাগানের । ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাগান। খেলার বয়স যখন ৫৫ মিনিট তখন এক গোল শোধ নর্থইস্টের। গোল করেন  আজারাইয়ে। ঠিক তার ৩ মিনিট পরেই নর্থ ইস্ট সমতায় ফেরায়। ৫৮ মিনিটে আরো  এক গোল করে গোল শোধ করে নর্থ ইস্ট ইউনাইটেড। শট মারেন গুলেরমো। এক্ষেত্রে অবশ্য কিছু করার ছিল না বিশালে ।

Related Articles