আন্তর্জাতিক

বাংলাদেশে এখনও বেশ কিছুদিন স্থায়ী হবে বৃষ্টি, ক্রমশ বাড়বে তাপমাত্রা

Rain will continue for some time in Bangladesh, temperature will increase gradually

Truth Of Bengal: ধীরে ধীরে বন্যা ও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। দেশের বেশির ভাগ জায়গাতেই তাপমাত্রা এক দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে, শনিবারও গরম অনেকটাই বাড়বে। এখন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

বাংলাদেশের উজানে ও দেশের ভেতরে দু–এক দিন বৃষ্টি স্থায়ী হবে। তা খুব একটা বেশী পরিমাণে হবে না। সোমবার নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়তে পারে। টানা কয়েকদিন বৃষ্টিপাত চলবে। এতে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই। তবে আবহাওয়া দপ্তরের শনিবারের জন্য পূর্বাভাস অনুযায়ী দেশের বেশির ভাগ জায়গাতেই কম-বেশী বৃষ্টি হতে পারে।

এমনকি কোনও কোনও জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, শনিবার দেশের বেশিরভাগ জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরা ফেরা করবে। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়াই।

অপরদিকে শুক্রবার দেশের বেশির ভাগ জায়গাগুলিতে বৃষ্টিপাত কম হলেও সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে। প্রায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। আবার চট্টগ্রামের বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশের বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাত হয়নি বললেই চলে। এদিন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ। তবে শনিবার ও বুধবার অনেকটাই গরম অনুভূত হতে পারে বলেই আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে।

Related Articles