দেশ

মণিপুরে আবারও হামলা, আতঙ্কে সাধারণ মানুষ

Attack again in Manipur, common people in fear

Truth Of Bengal : ফের একবার দুষ্কৃতীদের আতঙ্ক দেখা গেল মণিপুরে। অজ্ঞাত দুর্বৃত্তরা বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মেইতি অধ্যুষিত ইম্ফল পশ্চিম জেলায় ইউনাইটেড কমিটি মণিপুর (ইউসিএম) অফিসের প্রাঙ্গণে দুটি বোমা বিস্ফোরণ ঘটায়। শুধু তাই নয়, গুলিও চালায় তারা। মণিপুরে কিছুটা হলেও শান্তি ফিরে এসেছে, কিন্তু বিক্ষিপ্ত গুলি ও বোমা হামলার ঘটনা এখনও দেখা যাচ্ছে। এ নিয়ে মানুষ এখনও আতঙ্কিত।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। ইউনাইটেড কমিটির মণিপুর অফিস ইম্ফল পশ্চিমের ল্যামফেলপাট এলাকায় অবস্থিত। বোমাবাজি ও গুলিতে কেউ হতাহত হয়নি। বোমা বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা চার চাকার গাড়িতে করে এসে হামলা চালিয়ে পালিয়ে গেছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, “অফিস কমপ্লেক্সের দেয়ালে বুলেটের চিহ্ন দৃশ্যমান ছিল। তবে বিস্ফোরণে তেমন কোনো ক্ষতি হয়নি। বোমার ধরন এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি।”

ইউসিএম হল সুশীল সমাজ সংস্থাগুলির একটি ফোরাম যা মেইতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। এটি মণিপুর বিভাগের দাবির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। গত বছরের মে মাসে মেইতি-কুকি সংঘর্ষ শুরু হওয়ার পর ইউসিএম অফিসে এই ধরনের দ্বিতীয় হামলা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই অফিসে আগুন দেয়।

Related Articles