আক্রান্ত সার্জেন্টকে দেখতে হাসপাতালে মুখ্যসচিব, পাশে থাকার আশ্বাস রাজ্য সরকারের
The chief secretary visited the hospital to see the affected sergeant, the state government assured to stand by

Truth Of Bengal : মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘নবান্ন অভিযানে’ চোখে আঘাতপ্রাপ্ত পুলিশ সার্জেন্টকে দেখতে হাসপাতালে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। বুধবারে তৃণমূলের ছাত্র প্রতিষ্ঠা দিবসের সভা থেকে নবান্ন অভিযানে চোখে আঘাত লাগা এক পুলিশ সার্জেন্টের দায়িত্ব কে নেবে? এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে খবর, ওই আহত পুলিশ অফিসারের চিকিৎসার যাবতীয় খরচ বহনের নির্দেশ দেন মমতা। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে জখম পুলিশ সার্জেন্ট এবং তাঁর পরিবারকে সেই কথা জানাতে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যসচিব।
প্রসঙ্গত, কারও ফেটেছিল মাথা তো কারও দৃষ্টিশক্তিই হারানোর আশঙ্কা! গত মঙ্গলবার নবান্ন অভিযানের ঘটনায় একেবারে হয়ে উঠেছিল কলকাতা এবং হাওড়ার একাধিক এলাকা৷ সেখানে বেলা যত গড়াতে থাকে ততই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার সামাল দিতে কিছুটা বেগ পেতে হয়েছিল পুলিশকে। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানোয় যেমন বহু বিক্ষোভকারী আহত, অসুস্থ হয়ে পড়েছেন, সেরকমই এ দিনের ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন পুলিশকর্মী৷ এই ঘটনায় অনেকে গুরুতর জখম হয়েছিল। অনেকের মাথা ফেটেছিল। আবার অনেকের দৃষ্টিশক্তিই হারানোর আশঙ্কাও তৈরি হয়েছিল।
আহতদের মধ্যে অন্যতম পুলিশকর্মী হলেন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী৷ ওই পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় আহত হয়েছিলেন। বাম চোখে ইট লেগে গুরুতর অসুস্থ হয়েছিলেন তিনি। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। রাতেই এসএসকেএম থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি চোখের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল৷
- মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে মুখ্যসচিব
- জখম সার্জেন্টকে দেখতে হাসপাতালে মুখ্যসচিব
- হাসপাতালে বিপি গোপালিকা
- সার্জেন্ট দেবাশীষ চক্রবর্তীর এক চোখে আংশিক দৃষ্টিশক্তি নষ্ট
- আন্দোলনকারীদের ইটের ঘায়ে পুলিশকর্মীর দৃষ্টিশক্তি নষ্ট
- জখম সার্জেন্টের পাশে থাকার আশ্বাস রাজ্য সরকারের