বিনোদন

অরিজিতের পর এবার প্রতিবাদী সুর রূপমের গলায়

After Arijit, now protesting tone in Rupam's voice

Truth Of Bengal: কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ করে খুনের মামলায় তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন আমজনতা থেকে সব মহল। এই তালিকায় বাদ যায়নি বিনোদন জগতও। প্রতিবাদে রাস্তায় নেমেছেন টলিউডের তারকারা।

সম্প্রতি প্রতিবাদে সুরে গান বেঁধেছেন অরিজিৎ সিং। আর এবার রূপম ইসলামের কন্ঠে শহরে কথা। বুধবার চালচিত্র-র জন্য ‘ঝাপসা শহর’ গানটি রেকর্ড করলেন রূপম। চালচিত্র ছবির পরিচালক প্রতীম ডি গুপ্ত। তিনি জানিয়েছেন এই গানটি রেকর্ড করার সময় রূপমের কণ্ঠে উঠে এসেছিল যেন শহরে চলা অশান্ত পরিবেশ ও প্রতিবাদের সুর।

প্রসঙ্গত তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতীম। এই রহস্য রোমাঞ্চে ঘেরা ছবির নাম চালচিত্র। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, রাইমা সেন বর্মা, অনিবার্ণ চক্রবর্তী, স্বস্তিকা দত্ত। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের শান্তনু মহেশ্বরী।

উল্লেখ্য আরজি কর কান্ডে সমাজ মাধ্যমে অরিজিৎ এর প্রতিবাদ নিয়ে রূপম বলেন “অরিজিৎ আমার বন্ধু স্থানীয় একজন বিখ্যাত গায়ক। সে বলেছে যে আমি ছ-সাত দিন অপেক্ষা করব, তার পর আমি রাস্তায় নামব। মানুষ কিন্তু সমর্থন করছেন এই কথাটা। রাস্তায় নেমে সে কী করবে সে কিন্তু বলেনি। সে নিজেও জানে না। আমরা জানি না এর পরে আমাদের কোন পথ নিতে হবে বা কী করতে হবে, আমরা নিজেরাই জানি না! কিন্তু সামগ্রিক মানুষ যে পথ নেবে সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথই নেব।”

Related Articles