রাজ্যের খবর

বৃক্ষ রোপনের মধ্য দিয়ে শান্তির বার্তা প্রদান বর্ধমান মেডিকেল কলেজ পড়ুয়াদের

Giving the message of peace to the students of Burdwan Medical College by planting trees

Truth Of Bengal: আর জি করের ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ডাক্তাররা। বিভিন্ন রাজনৈতিক দল শিল্পী সাহিত্যিক সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে। পাশাপাশি প্রতিবাদ মঞ্চ করে ডাক্তাররা প্রায় দিনই দোষীর শাস্তির দাবিতে জাস্টিস ফর আরজি কর স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছে । তবে আজ একটু অন্যরকম পরিবেশ।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল একদম অন্য চিত্র বৃক্ষ রোপন করে শান্তির বার্তা দিতে চাইছেন ডাক্তারি পড়ুয়ার। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা জানায় আমাদের আন্দোলন জারি রয়েছে পাশাপাশি আমরা বৃক্ষরোপণ করলাম কারণ আজকে দিদি আমাদের ছেড়ে চলে গেছে একটা গোটা দেশজুড়ে দুঃখের অবকাশ রাখে না এই বৃক্ষরোপণকে সামনে রেখে শান্তির বার্তা দিতে চাইছি আমরা তাই তার নামেই আমরা বৃক্ষরোপণ করলাম ৫০টি গাছের চারা। মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জায়গায় এই গাছের চারা লাগানো হয় ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে, তারা জানান এই আন্দোলনে সমস্ত রকম মানুষ সামিল আছেন।

কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক দম লাগানোর চেষ্টা করছে। সেটা যাতে না করা হোক। এটা অরাজনৈতিক আন্দোলন এখানে আমরা কোন রং লাগাতে চাই না। তাই তারা গাছের চারা লাগে শান্তির বার্তা দিচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আমরা দেখেছি অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা মাঠের ময়দানে নেমে এই ধর্ষণ করে খুন করা আরজিকল হসপিটালে ঘটনাকে সামনে রেখে বাজার গরম করার চেষ্টা করছে। সেই নিয়ে আতঙ্ক রয়েছে ওটা পশ্চিমবঙ্গের মানুষ। তার মাঝেই ছাত্র-ছাত্রীদের এরকম ধরনের পজিটিভ বার্তা দেয়া হলো বৃক্ষরোপণের মধ্য দিয়ে

 

Related Articles