কলকাতারাজ্যের খবর

সঞ্জয়ের বিরুদ্ধে ১৪ দিনের বিচার বিভাগের নির্দেশ! পলিগ্রাফ টেস্টে অনুমতি আদালতের

14-day judicial order against Sanjay! Court permission for polygraph test

Truth Of Bengal: আরজিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল আদালত। ১৪ দিনের বিচার বিভাগের নির্দেশ দিল আদালত। শুক্রবার শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হয়েছিল ধৃতকে। সেখানে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের আবেদন করেছিল সিবিআই আধিকারিকরা। সেই আবেদন মঞ্জুর করলো আদালত। অনুমতি দিল পলিগ্রাফ পরীক্ষার।

শুক্রবার শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের চেম্বারেই হয় শুনানি। শুনানি চলাকালীন সাধারণ মানুষের স্লোগানে কেঁপে ওঠে আদালত চত্বর। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখর হন আমজনতা।

গত ৮ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পরেই রাজ্য রাজনীতি তোলপাড়। ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। কলকতা হাইকোর্টের নির্দেশে সম্পূর্ণ ঘটনার তদন্তভার গিয়ে পড়ে সিবিআইয়ের হাতে। চলে জেরা। এবার ১৪ দিনের বিচার বিভাগের নির্দেশ দিল আদালত।

Related Articles