সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, আইনের দ্বারস্থ শাসকদলের ছাত্রনেত্রী রাজন্যা হালদার
Ugly post on social media, ruling party student leader Rajanya Halder faces the law

Truth of Bengal : শাসকদলের ছাত্রনেত্রী রাজন্যা হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। রাজন্যা হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করার অভিযোগে আইনের দ্বারস্থ হলেন তিনি। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
বারুইপুর পুলিশ যেলার অধীন সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে। অভিযোগ দায়ের এরপর রাজন্যা হালদার বলেন যারা আর জি করের নারী নির্যাতন নিয়ে সুবিচার চাইছেন তাদেরই অনেকে আরেকজন নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন।
আরজিকর কান্ডে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আর একজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া, রাম বাম মনস্ক এই মানসিকতাকে কটাক্ষ করেন তিনি। তৃণমূল কংগ্রেস করার জন্যই তার প্রতি এই অশালীন মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।