দাড়ি না রাখার জেরে চাকরি হারালেন ২৮০ জন আফগান সেনাকর্মী
280 Afghan soldiers lost their jobs for not having beards

Truth Of Bengal: পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক! আফগানিস্তানকে নিজেদের দখলে আনার সাথে সাথেই এমনি নিয়ম জারি করেছিল তালিবান গোষ্ঠী। এবার সেই নিয়ম না পালন করার জেরে চাকরি হারালেন আফগানের ২৮০ জন সেনা। মঙ্গলবার আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রকের তরফ থেকে সেই তথ্যই জানানো হল।
তালিবান শাসিত আফগানে কঠোর ইসলামি অনুশাসন চলে যাচ্ছে। আর সেই সমস্ত কঠোর নিয়ম-নীতি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য রয়েছে নৈতিকতা মন্ত্রক। এই মন্ত্রকের তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, নীতির বাইরে কাজ করার জেরে এক বছরে প্রায় ১৩ হাজার নাগরিককে পাকড়াও করা হয়েছে, তবে মাত্র ২৪ ঘণ্টার ভিতরে তাদের অর্ধেককে মুক্ত করা হয়। তবে ওই বন্দিদের মধ্যে ক’জন মহিলা ছিলেন তা এখনও জানা যায়নি।
নৈতিকতা মন্ত্রকের ডিরেক্টর মহিবুল্লা মোখলিশ জানান, নীতি বিরোধী সিনেমার বিক্রি বন্ধ করতে হাজার হাজার কম্পিউটার অপারেটরের কাজ বন্ধ করেছে। এমনকি এক বছরে প্রায় সাড়ে ২১ হাজার বাদ্যযন্ত্র ধ্বংস করেছে আফগান প্রশাসন। ২০২১ সালে তালিবান আফগানিস্তান কব্জা করে নেওয়ার পরে নারী কল্যাণ মন্ত্রকের অবসান ঘটে যায়, আর ওই মন্ত্রকের পরিবর্তে গঠিত হয় নৈতিকতা মন্ত্রক।
এই মন্ত্রকের সূচনাকাল থেকেই মানবাধিকার সংগঠনগুলি এদের কাজকর্মের সমালোচনা করে চলেছে। অভিযোগ তোলা হয়েছে, নৈতিকতার কথা কথা বলে হেনস্তা করা হচ্ছে নারীসমাজকে। তবে তালিবান গোষ্ঠী এই সমস্ত অভিযোগ অস্বীকার করে। এই নিয়ে মোখলিশ বলেন, মহিলা বিক্রির মতো প্রায় ২০০টি ঘটনা আটকানো হয়েছে। এছাড়া তিনি জানান, প্রায় ২,৬০০টি ক্ষেত্রে মহিলাদের উপর হওয়া নানা রকম হিংসা রুখে দিয়েছে নৈতিকতা মন্ত্রক।