পড়ুয়াদের শেখাতে অভিনব উদ্যোগ, বেসরকারি বিদ্যালয়কে পাল্লা দেবে এই সরকারি বিদ্যালয়
This government school will compete with private schools

Truth Of Bengal : জলপাইগুড়ি : সুব্রত রায় : বর্তমানে একটি অংশের অভিভাবকরা শিশুদের সরকারি বিদ্যালয়ে পাঠাতে চান না। সেই সমস্ত অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে পড়াশোনা যেমন হয় না তেমনি শিক্ষক শিক্ষিকা ও পরিকাঠামোর অভাব রয়েছে সরকারি বিদ্যালয়গুলোতে। তবে সরকারি বিদ্যালয় সম্পর্কে তাদের এই ধারণা পাল্টে যাবে ডুয়ার্সের এই প্রাথমিক বিদ্যালয়ে গেলে। সেই প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেওয়ালে রংবেরঙের ছবি লাগানো রয়েছে। সেখানে যেমন মনীষীদের ছবি রয়েছে তেমনি রয়েছে খেলোয়ারদের ছবি।
পাশাপাশি রয়েছে ফলমূল, পশু, পাখি, ব্যায়ামের ছবি সহ মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের বাণী সমূহ। কেননা শিশুরা যা দেখে তাই শিখে, এই ধারণা থেকেই বিদ্যালয়টিকে এরকমভাবে সাজানো হয়েছে। ডুয়ার্সের মেটেলি ব্লকের ধূপঝোড়া ২ নং সিএস প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যাবে এই দৃশ্য। যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি যাবতীয় বিষয়ে শিশুদের শিক্ষা দিতে উদ্যোগ নিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। শুধু শিক্ষা দিতেই উদ্যোগ নেননি শিক্ষকরা, যাতে তাদের বিভিন্ন বিষয়ের প্রতি জানার আগ্রহ বাড়ে তার জন্যই এই উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক রায় চৌধুরী জানান,” এখানে শিশুদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে শেখার আগ্রহ বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন শিশুরা হয়তো খেলাধুলা সম্পর্কে জানে কিন্তু বিভিন্ন খেলায় পারদর্শী খেলোয়াড়দের নাম ও তাদের ছদ্মনাম সম্পর্কে জানেনা। সেই সমস্ত বিষয় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেওয়ালে তুলে ধরা হয়েছে। এতে করে তাদের সম্পর্কে জানতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে এবং শেখাও হবে।”