কথা বলতে বলতে আবেগপ্লুত অভিনেতা, কি কারণে বারবার চোখের জল মুছতে হল আমির খানকে?
Talking about the emotional actor, why did Aamir Khan have to wipe his tears again and again?

Truth Of Bengal: ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতআত্মহত্যা করে মারা যান। এরপর উঠে আসে সুশান্ত সিং মারা যাবার নেপথ্যে রয়েছে প্রেমিকা রিয়ার হাত। এমনকি অভিনেতার মারা যাবার জন্য রিয়াকেই দায়ী করেছিল সুশান্তের পরিবার। শুধু তাই নয়, সুশান্তেরঅনুরাগীরাও তাঁর মৃত্যুর জন্য প্রেমিকা রিয়াকেই দায়ী করেছিল। অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তাঁর প্রেমিকা রিয়া, ঠিক এমনই অভিযোগ করে কয়েক মাস জেলে কাটাতে হয়েছে রিয়াকে।
এমনকি তাঁদের কথোপকথনে উঠে আসে দুঃখের সঙ্গে মোকাবিলা করা এবং কীভাবে এটি যে কোনও সময় যে কাউকে অভিভূত করতে পারে সেই সংক্রান্ত নানান কথা। আমির এ বিষয়ে কথা বলতে বলতে এতটাই আবেগপ্লুত হয়ে যান যে কিছুক্ষনের জন্য তাঁকে বিরতিও নিতে হয়। বলিউড অভিনেতা জানান, থেরাপি থেকে তিনি এক্ষেত্রে অনেকটাই সহায়তা পেয়েছিলেন শুধু তাই নয়, সেখান থেকে তাঁর জীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয় বলেও তিনি জানান। তার সাথে আমিরের সংযোজন যে তিনি এখন ছবিতে অভিনয় করা থেকে অনেকটাই সরে যেতে চান। ছবিতে অভিনয়ের পরিবর্তে তিনি ছবি বানানোর ক্ষেত্রে বেশিমন দিতে চাইছেন বলেও জানান।এপিসোডটি ২৩ আগস্ট সামনে আসবে বলে জানা যাচ্ছে।
View this post on Instagram
ইতিমধ্যেই রিয়াকে ইনস্টাগ্রামে প্রোমো ভিডিওটির ক্যাপশনে লিখতে দেখা গিয়েছে, ‘আমির খানকে আমার শোয়ে স্বাগত জানাতে পেরে আমি রোমাঞ্চিত এবং খুব খুশি। তিনি সত্যিকারের একজন বড় মাপের তারকা এবং একজন প্রকৃত বন্ধু। স্টারডম, পিতৃত্ব, দুঃখ এবং আরও অনেক কিছু নিয়ে তাঁর অভিজ্ঞতার গভীরে ডুব দেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।‘ অভিনেতা আমিরকে শেষবারের মতো লাল সিং চাড্ডায় দেখা গিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে খুব একটা ভালোসারা ফেলতে না পারলেও ওটিটি-তে মুক্তি পাওয়ার পরপ্রশংসা কুড়িয়েছিলেন বলিউড অভিনেতা আমির।