ভ্রমণ

ব্যস্ত বর্ধমানে শান্তির ঠিকানা, ঘুরে আসুন গোলাপবাগ জুলজিক্যাল পার্ক থেকে

A haven of peace in busy Burdwan, visit Golapbagh Zoological Park

Truth Of Bengal : চিড়িয়াখানার কথা বললেই সবার প্রথমে মাথায় আসে আলিপুর চিড়িয়াখানার কথা। সুপ্রাচীন এই চিড়িয়াখানায় রয়েছে বাঘ, সিংহ, হরিণ, সজারু-সহ অসংখ্য পাখি, সরীসৃপ সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু। তবে অনেক তো হল কলকাতার চিড়িয়াখানার কথা, এবার চলুন কলকাতা থেকে বেরিয়ে দক্ষিণবঙ্গে অবস্থিত বর্ধমান জুলজিক্যাল পার্ক  থেকে একটু ঘুরে আসা যাক।

বর্ধমান জুলজিক্যাল পার্ক

পুজোর সময় এই পার্কে ঘুরতে যেতেই পারেন। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র গোলাপবাগেই রয়েছে একটি জুওলজিক্যাল গার্ডেন। প্রায় ১৪.৩১ হেক্টর জমিতে গড়ে উঠেছে এই পার্ক। এখানে ভালুক, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার এর মত প্রায় ১১৫ টি হরিণ রয়েছে। শুধু কী হরিণ? কুমির, ময়ূর, বাজসহ বেশ কয়েকটি বাঁদরও রয়েছে এখানে। নির্জন পরিবেশে পাখিদের ডাক একটা মনোরম পরিবেশ তৈরি করে। ছায়াঘেরা জঙ্গলপথে বর্ধমান জ়ুলজিক্যাল পার্ক ঘুরে দেখার আনন্দই আলাদা। এই চিড়িয়াখানাটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে।

 ভাবছেন কীভাবে যাবেন?

বর্ধমান জুলজিক্যাল পার্ক যাওয়ায় জন্য প্রথমে হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে নেমে পড়ুন বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন থেকে মোটামুটি ৪ কিলোমিটার দূরত্বে রয়েছে চিড়িয়াখানাটি। স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে পৌঁছে যান গোলাপবাগে। নেমেই দেখতে পাবেন চিড়িয়াখানার প্রবেশদ্বার। সেখানেই দেখা মিলবে বর্ধমান বনবিভাগ অফিসের। এরপর ডান দিকে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন পার্কের ভিতরে। প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখতে আপনার অসাধারন লাগবে।

শালগাছে ঘেরা বর্ধমানের চিড়িয়াখানায় গেলে দেখা মেলে চিতাবাঘের। গড়চুমুকের জ়ুলজিক্যাল গার্ডেনে দেখা মেলে বাঘরোলের। তাই আর দেরি না করে পুজোতে ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এই চিড়িয়াখানার উদ্দেশ্যে। দেখবেন মোটেই নিরাশ হবেন না। চারপাশের সৌন্দর্য দেখে বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের একটাই উক্তি মনে আসবে, “আহা কী দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না”।

Related Articles