দেশ

উত্তরপ্রদেশে স্কুলের ভিতরে শিক্ষকের যৌন হেনস্তার শিকার নাবালিকা

A minor victim of sexual harassment by a teacher inside a school in Uttar Pradesh

Truth Of Bengal : আরজিকরের ঘটনা নিয়ে যখন উত্তাল গোটা দেশ। প্রতিবাদে সরব সব মহল। সেই আবহে আবারও একবার নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ? সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালায় শিক্ষক। ১১ বছরের নাবালিকাও রক্ষা পেল না শিক্ষকের যৌন লালসার। ওই নাবালিকার বয়ান অনুযায়ী, গত জুলাই মাসে একদিন স্কুল শেষ হওয়ার সময় ওই নাবালিকাকে ক্লাসরুমে ডাকেন অভিযুক্ত শিক্ষক।

এরপরই ওই নাবালিকাকে আপত্তিজনকভাবে স্পর্শ করেন। ছাত্রী আপত্তি করলেও থামেননি শিক্ষক। উত্তরপ্রদেশের কান্দিভালির একটি স্কুলের ঘটনা। চলতি সপ্তাহে গত বুধবার ওই নির্যাতিতা নাবালিকা স্কুলের প্রিন্সিপালের কাছে অভিযোগ জানিয়েছে। এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে ওই ছাত্রীর পরিবারকে গোটা বিষয়টি জানানো হয়। ছাত্রীর পরিবার পুলিশের লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে স্কুলের সিসিটিভি ফুটেজ।

প্রধানমন্ত্রীর গলায় একাধিকবার নারী শক্তির কথা বলতে শোনা গেলেও, বিজেপি শাসিত রাজ্যে যে নারীরা অসুরক্ষিত তা বারবার প্রমাণ মিলছে। অতীতে উত্তরপ্রদেশে হাথরস থেকে উন্নাও এর মত ঘটনার সাক্ষী রেখেছে। বিচার পাইনি নির্যাতিতার পরিবার। উপরন্তু ধর্ষকদের মালা পরিয়ে জেল থেকে মুক্তির ছবি দেখেছে গোটা দেশ। প্রধানমন্ত্রীর ভাষণে নারী স্বশক্তি করনের কথা উঠে এলেও আদতে বিজেপি শাসিত রাজ্যে যে নারীরা অসুরক্ষিত তার প্রমাণ মিলছে বারবার।

Related Articles