স্বাধীনতার উপহার: মহিলাদের মাসে একদিন সবেতন ঋতুকালীন ছুটির ঘোষণা ওড়িশা সরকারের
Odisha government announces one day paid menstrual leave

Truth Of Bengal : স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের নারীদের জন্য “উপহারের” ব্যবস্থা করলেন ওড়িশার বিজেপি সরকার। এই উপহারের মান: মাসে একদিন করে সবেতন ঋতুকালীন ছুটি পাবেন রাজ্যের নারীরা। সরকারি, বেসরকারি ক্ষেত্রের কর্মরত সব মহিলারাই এই ছুটি পাবেন বলে ঘোষণা করেছেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রভাতি পারিদা।
কটকে স্বাধীনতা অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন উপমুখ্যমন্ত্রী। আদেশ অনুসারে বাংলার প্রতিবেশী রাজ্যে সরকারি-বেসরকারি দুই ক্ষেত্রেরই কর্মরত মহিলারা তাদের ঋতুচক্রের প্রথম কিংবা দ্বিতীয় দিন এই ছুটি গ্রহণ করতে পারবেন। ভারতের বেশ কিছু বেসরকারি সংস্থা যেমন জোমাটোতে ২০২০ সাল থেকেই এই ব্যবস্থাপনা চালু করা হয়েছে যাতে মহিলা কর্মচারীরা ঋতুচক্রে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন।
জাতীয় ক্ষেত্রে এই ছুটি অনুসরণ করার কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বাতিল করে দেয়। প্রধান বিচারপতির উক্তি ‘‘এই ধরনের ছুটি বাধ্যতামূলক করা হলে মহিলারা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন। মহিলাদের রক্ষা করার জন্য নির্দেশ যদি তাঁদের ক্ষতি করে, তা হলে তা আমরা চাই না।’’ এখন এই ব্যবস্থাপনা শুধু বিহার, কেরালা আর ওড়িশাতেই চালু করা হয়েছে।