বিনোদন

পর্দায় ফিরতে চলেছে ‘অ্যাংরি ইয়ং মেন’ জুটি সেলিম-জাভেদের গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ

The 'Angry Young Men' couple is about to return to the screen with a new web series bringing the story of Salim-Javed.

Truth Of Bengal: আবারও পর্দায় দেখা যাবে ব্লকবাস্টার জুটি সেলিম ও জাভেদকে। দীর্ঘদিন ধরে বহু ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন বলিউডে। কিন্ত ১২ বছরের এই বন্ধুত্বে হঠাৎই চিঁড় ধরে। আর দেখা যায় না এই জুটিকে। কিন্তু এত বছর পর আার দেখা যাবে তাঁদের। এবার এই জুটির গল্প নিয়েই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজ। সিরিজটির নাম ‘অ্যাংরি ইয়ং মেন’।

সাতের দশকে দাঁড়িয়ে বলিউডে নিজেদের ভাগ্য অন্বেষণে নামেন দুই চিত্রনাট্যকার। কাজের সূত্রেই সাক্ষাৎ হয় দুজনের। তারপর ভারতীয় হিন্দি সিনেমার জগতে যে আমূল পরিবর্তন আসে তা যুগান্তকারী যে তা বলাই যায়। একসঙ্গে ২৪ টি চসচিত্র তারি করেন তাঁরা। যার মধ্য ২২ টিই ব্লকবাস্টার হিসেবে পরিচিত। একসঙ্গে ‘দিওয়ার’, ‘জঞ্জির’, ‘সীতা অউর গীতা’, ‘হাথি মেরে সাথি’, আইকনিক সিনেমা ‘শোলে’, ‘দেস্তানা’-র মতো অনবদ্য ছবি সকলকে উপহার দেন।

তবে ১২ বছর পর এই জুটিতে ভাঙন ধরে। ভেঙে যআয় তাঁদের বন্ধুত্ব, থমকে যায় তাঁদের একসঙ্গে পথ চলা। কিন্তু ঠিক কী কারণে তাঁদের বন্ধুত্ব ভাঙে বা ঠিক কী ঘটেছিল তাঁদের মধ্যে? হয়তো আসন্ন এই সিরিজেই তাঁর রহস্য উন্মোচন হতে পারে। আগামী ২০ অগাস্ট এই সিরিজ মুক্তি প্রাইম ভিডিয়োতে।

ট্রেলারের শুরুতেই দেখা যায় সেলিম পুত্র সালমান খানকে। সালমান খান প্রাইম ভিডিয়োর প্রেস রিলিজে জানিয়েছেন,  “ব্যক্তিগতভাবে সালিম ও জাভেদ আবার একসঙ্গে কাজ করুন আমি চাই ৷ ভাগ্য বলুন, সময় বলুন বা প্রফেশনাল পছন্দ, এই জুটি যখনই একসঙ্গে কাজ করবেন তখনই সেরা কিছু উপহার দেবেন ৷

ভারতীয় সিনেমায় তাঁদের যে অবদান তার প্রতি শ্রদ্ধা জানাতেই অ্যাংরি ইয়ং ম্যান ডকু সিরিজ সামনে আনার প্রয়াস ৷” সিরিজটির পরিচালনার দায়িত্বে ছিলেন নম্রতা রাও ও মণীশ মেনঘানি৷ সলমন খান, সালমা খান, রীতেশ সিধওয়ানি, ফারহান আখতর, জোয়া আখতর ও রীমা কাগতির প্রযোজনায় আসতে চলেছে এই সিরিজ ৷

Related Articles