কলকাতারাজ্যের খবর

R G kar Hospital: আরজি করে ভাঙচুর নিয়ে সরব অভিষেক, ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের চিহ্নিত করার আর্জি

Sarab Abhishek on vandalism by requesting to identify the miscreants within 24 hours

Truth Of Bengal: বর্তমানে রাজ্য থেকে দেশ উত্তাল হয়ে উঠেছে কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসকের ওপর নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের মামলায়। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ । ঠিক সেই মত গত বুধবার স্বাধীনতা দিবসের আগের রাতে মেয়েদের রাত দখল কর্মসূচিতে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল।

প্রায় সব জায়গাতে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। তবে সোধপুর, আর জি কর , শ্যামবাজারের মতো জায়গায় ছড়ায় উত্তেজনা। সূত্রের খবর রাত ১২ টা ৩৫ নাগাদ আর জি করে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে একদল বিক্ষোভকারী। তাণ্ডবকারীদের কয়েক জনের হাতে রড এবং লাঠি ছিল বলে অভিযোগ।

হাসপতালের জরুরি বিভাগের কোলাপসিবল গেট ভেঙে ফেলা হয়। হাসপতালের ভেতরে ঢুকে টিকিট কাউন্টার, এইচসিসিইউ , সিসিইউ, ওষুধের রুম এমনকি হাসপাতালে থাকা পুলিশ ফাঁড়ি ভেঙে ফেলা হয়। হাসপাতালের ভেতরে থাকা আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন আর জি কর ভাঙচুরের ঘটনা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে।

তিনি কলকাতা পুলিশের সিপি – র সঙ্গে কথা বলেছেন , তাঁকে অনুরোধ জানিয়েছেন , যে এদিনের ভাঙচুরের ঘটনায় জড়িত প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করতে হবে । সে তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেনো। চিকিৎসকদের বিক্ষোভ যুক্তিসঙ্গত বলে জানিয়েছেন তৃনমূল সাংসদ, যে কোনও সরকারের কাছ থেকে এইটুকু অন্তত তারা আশা করে থাকেন । তাঁদের নিরাপত্তা ও সুরক্ষাকেও নিশ্চিত করতে হবে।